
টেলিটক দিচ্ছে বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে ফ্রি সিম! অবাক হচ্ছেন? আসলেই কি দিচ্ছে ফ্রি টেলিটক সিম?
হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আপনি নিতে পারবেন এই সিম শুধু মাত্র আপনার এনআইডি কার্ড থাকলেই।
তাহলে দেখে নিন কি কি শর্ত রয়েছে ফ্রি সিম নেওয়ার জন্য?
আপনার এনআইডি কার্ড দিয়ে যদি আগে কোনো টেলিটক সিম ক্রয় করা না থাকে তাহলে নিতে পারবেন, আর যদি একটি সিম ক্রয় করে থাকেন তাহলে মাত্র একটি শতবর্ষ সিম নিতে পারবেন।
- আপনাকে ১০০ টাকা রিচার্জ করতে হবে। (চিন্তার কারন নেই ১০০ টাকা সহ আরো অনেক অফার আছে)
- বায়োমেট্রিক ভেরিফিক্যাশনের জন্য যার এনআইডি কার্ড দিয়ে ক্রয় করতে চান তাকে প্রয়োজন হবে।
- কোনো কোনো ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হতে পারে।
এবার আসি কি কি থাকছে এই শতবর্ষ টেলিটক ফ্রি সিমে?
- ১০০ টাকা ব্যালেন্স
- ১০০ মিনিট টকটাইম
- ১০০ এসএমএস
- ১৭ জিবি ইন্টারনেট
টেলিটক শতবর্ষ সিম কলরেটের অফারঃ
- মাত্র ৩৪ টাকা রিচার্জে উপভোগ করুন ৪৫ পয়সা/মিনিট কলরেট; মেয়াদ ১০ দিন
- মাত্র ৭৯ টাকা রিচার্জে উপভোগ করুন ৪৫ পয়সা/মিনিট কলরেট; মেয়াদ ৩০ দিন
- স্পেশাল কলরেটের ক্ষেত্রে রিচার্জকৃত ৩৪ টাকা ও ৭৯ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে। তাহলে বুঝতেই পারছেন লাভের উপরে লাভ🥰।
টেলিটক শতবর্ষ সিম ইন্টারনেট অফারঃ
- ২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকা (সকল চার্জ অন্তর্ভুক্ত); মেয়াদ ১৫ দিন এবং
- অফারটি পেতে ১৭ টাকা রিচার্জ অথবা, ডায়াল করুন *১১১*১৭#
- স্পেশাল ইন্টারনেট অফারটি প্রতি ১৫ দিনে একবার, মাসে সর্বোচ্চ দুইবার নেওয়া যাবে।
এখন অনেকের ক্ষেত্রে ২ টি টেলিটক সিম কিনা হয়ে গেছে একটি এনআইডি কার্ড দিয়ে, তারা কি করবেন?
তাদের জন্যও সুযোগ রয়েছে শতবর্ষ সিমে মাইগ্রেশন করার, সেজন্য আপনাকে একটি এসএমএস (SMS) করতে হবে;
শতবর্ষ প্যাকেজে মাইগ্রেট করতে আপনার টেলিটক সিম থেকে ‘S100’ লিখে পাঠিয়ে দিন ৮৮৮ নম্বরে। (চার্জ প্রযোজ্য হবে)। আপনার SMS পাঠানোর ৭২ ঘন্টার মধ্যে প্যাকেজ মাইগ্রেশন সংক্রান্ত নোটিফিকেশন SMS পাবেন। যদি কোন কারনে মাইগ্রেশন না হয় তবে, উক্ত SMS টি নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
কোথা থেকে পাবো টেলিটক শতবর্ষ সিম?
- যেকোনো Teletalk Customer Care
- যেকোনো Teletalk Customer Point
- যেকোনো Teletalk Retailer
আশা করছি আপনি এখন নিয়ে নিতে পারবেন টেলিটক শতবর্ষ সিম ফ্রিতেই। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন এবং তারাও যেনো কিনতে পারে ফ্রিতে একটি সিম। কোনো প্রশ্ন থাকলে করে ফেলুন। আশা করছি উত্তর দিয়ে হেল্প করবো। ধন্যবাদ।