
কোনো গল্প বলছি না, যা বলছি সব কিছুই সত্যি, আর হ্যাঁ এটা কোনো প্রকার অফারও নয়।
তাই চলুন আজকে সম্পূর্ন প্রসেস গুলো দেখবো কিভাবে ৩০ পয়সা মিনিট কথা বলা যায় যেকোনো নাম্বারে।
এখানে মূলত আইপি ফোনের কথা বলা হয়েছে।
আইপি (IP Phone) ফোন কি?
আপনাদের জন্য যদি সহজ করে বলি, তাহলে বলতে হবে;
আইপি ফোন হচ্ছে ইন্টারনেট ভিত্তিক একটি ফোন, যা ব্যবহার করতে ইন্টারনেট লাগে।
IP মানে হচ্ছে Internet Protocol.
এটা একদম বেসিক একটি কথা, আর বিস্তারিততে যাচ্ছি না।
শুধু বুঝে নেন যে আইপি ফোন ব্যবহার করতে ইন্টারনেট কানেকশন দিতে হবে।
আইপি ফোন কত ভাবে ব্যবহার করা যেতে পারে?
আইপি ফোন দুই ভাবে ব্যবহার করা যায়;
- Soft IP Phone (সফটওয়্যার ভিত্তিক)
- Hard IP Phone ( হার্ডওয়্যার ভিত্তিক)
আশা করছি বুঝে ফেলেছেন যে সফট এবং হার্ডের মধ্যে পার্থক্য কি হতে পারে।
এত জামেলাতে যাবো না;
ফোনে কিভাবে আইপি ফোন ব্যবহার করা যায়?
সেই কথায় আসছি, আপনারা চাইলে এখন ফোনেই আইপি ফোন ব্যবহার করতে পারেন।
বাংলাদেশে এখন পর্যন্ত ৩ টি আইপি ফোনের সফটওয়্যার রয়েছে।
- Amberit Ip Phone
- Brilliant Connect
- Dial
চিন্তার কারন নাই, আরো পড়তে থাকুন, সব কিছুই পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন –
Upay Mobile Banking – মোবাইল ব্যাংকিং-এর নতুন সদস্য “উপায়”
বিকাশের সেন্ড মানি এখন ফ্রি! [bKash Send Money Charge]
ঘরে বসেই যেসব ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে
যথাক্রমে শুরু করছি;
1. Amberit IP Phone
AmberIT এসআইপি তাদের আইপি ফোন নিয়ে এসেছে অনেক আগেই।
আম্বার আইটি তে এনআইডি ভেরিফাই করে আপনি পাবেন ১০ টাকা বোনাস।
আম্বার আইটি আইপি ফোনের ব্যালেন্সের কোনো মেয়াদ উত্তির্ন সময় নেই।
কল রেট ৩০ পয়সা প্রতি মিনিট, (সাথে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে)।
ওয়াইফাই এবং মোবাইল ডাটা ব্যবহার করে আপনি চালাতে পারবেন অ্যাপটি।
এসএমএস করার সুবিধা রয়েছে।
Video/Audio এবং ফাইল শেয়ারিং করতে পারবেন।
IP Number টু IP Number ফ্রিতে কল করতে পারবেন।
আইপি নাম্বার পরিবর্তন যোগ্য না।
কিভাবে আইপি নাম্বার পাবেন এবং আম্বারআইটি নাম্বার ভেরিফাই করবেন।
সেটা নিয়ে আলাদা পোস্ট করে লাভ নাই।
কেননা আপনারা অনেক এক্সপার্ট এইসব বিষয়ে।
নিচের লিংকগুলো থেকে ডাউনলোড করে নিন আপনার ওএস অনুযায়ীঃ
আশা করছি ভেরিফাই করে ফেলতে পারবেন।
যদি কোনো সমস্যা হয়, তাহলে আমায় নক দিন।
2. Brilliant Connect
ব্রিলিয়াল্ট কানেক্ট বেশ কিছু দিন ধরে তাদের জনপ্রিয়তা পেয়েছে।
বেশ কিছু আলাদা সুবিধার কারনে ব্রিলিয়ান্ট কানেক্টের জনপ্রিয়তা বেড়েছে কিছুটা।
তবে কিছু কিছু অসুবিধাও রয়েছে; যেমনঃ
দিনের বেলায় কল কানেক্ট হতে সমস্যা হয়, অনেক কম ভয়েস ক্লিয়ারিটি।
সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে হবে।
আরো কিছু সুবিধা রয়েছে; যেমনঃ
এসএমএস করার সুবিধা রয়েছে।
30 পয়সা প্রতি মিনিট (+১৫ শতাংশ ভ্যাট)।
৪৫ পয়সা প্রতি মিনিট ( সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা)।
Video/Audio করতে পারবেন।
গ্রুপ কল/ চ্যাটিং করার সুবিধা।
IP Number টু IP Number ফ্রিতে কল করতে পারবেন।
আইপি নাম্বার পরিবর্তন যোগ্য, আপনি চাইলে প্রতি ৩ অথবা ১২ মাসে একবার নাম্বার পরিবর্তন করতে পারবেন।
রেজিস্ট্রেশান প্রক্রিয়া খুবই সিম্পল।
আপনি নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
এবং আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশান করে নিন।
3. Dial IP Phone
Link3 তাদের ডায়াল নামক একটি অ্যাপ লঞ্চ করেছে আইপি ফোনের জন্য।
যা সফট আইপিফোন বলা চলে, বাকি গুলোর মতই এটাও একটা সিমিলার অ্যাপই বলতে পারেন।
এই অ্যাপের ক্ষেত্রে কল রেটের কিছু পার্থক্য রয়েছে, যেমনঃ
রিচার্জের এমাউন্টের উপর নির্ভর করে ব্যালেন্সের মেয়াদ এবং কল রেট নির্ভর করে থাকে।
এসএমএস করার সুবিধা এখন পর্যন্ত থাকছে না।
গ্রুপ কল করা যাবে ৫ জন পর্যন্ত।
IP Number টু IP Number ফ্রিতে কল করতে পারবেন।
আইপি নাম্বার পরিবর্তন যোগ্য নয়।
রেজিস্ট্রেশান প্রসেস খুব সিম্পল।
নিচের লিংক থেকে ডাউনলোড করে নিনঃ
- iSO
- Android
আপনার কাছে যেটি সব থেকে ভালো লাগে, সেটি ব্যবহার করতে পারেন।
তবে আমি ব্যক্রিগত ভাবে আম্বার আইটি আইপি ফোন ব্যবহার করে থাকি।
কারন সেখানে এখন পর্যন্ত কম জামেলা পেয়েছি। বাকি গুলোও ভালো আছে।
মনে রাখবেন, ইন্টারনেট কনেকশন ভালো না হলে কথা বুঝা যাবে না অপর পাশে।
চেষ্টা করবেন ওয়াইফাই দিয়ে ব্যবহার করার জন্য।
এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে সরাসরি আমার সাথে কথা বলুন।
IP Phone NID Verification Problem:
যেকোনো আপপি ফোন এনআইডি ভেরিফাই ছাড়া আপনি সকল ফিচার্স ব্যবহার করতে পারবেন না।
আপনাকে অবশ্যই এনআইডি ভেরিফাই করেই কাজ করতে হবে।
যেজন্য আপনাকে যে যে বিষয় গুলো মাথায় রাখতে হবেঃ
- এনআইডি সামনের পার্ট এবং পিছনের পার্টের পরিষ্কার ছবি দিতে হবে।
- কোনো ক্রপ করা ছবি গ্রহন করবে না ( AmberIT)
- সামনের ক্যামেরা দিয়ে সেলফি তুলে দিতে হবে।
- এনআইডি কার্ড এর সাথে সকল তথ্য মিল রাখতে হবে।
- নাম ইংরেজিতে তে লিখতে হবে।
- এবং একবার সাবমিট করে অপেক্ষা করতে হবে।
এই বিষয়টি উপভোগ করে থাকলে শেয়ার করে জানিয়ে দিন আপনার ফ্রেন্ডসদের।
ধন্যবাদ।