Alaap Calling App BTCL রেজিস্ট্রেশান ও রিচার্জ প্রক্রিয়াসহ অন্যান্য

alaap calling app registration

যথারীতি রিলিজ হয়ে গেলো “Alaap Calling App BTCL” অ্যাপ। যদিও কথা ছিলো ২৬ই মার্চ ২০২১ইং তারিখে রিলিজ হবে।
কিন্তু গ্রাহকদের কথা মাথায় রেখে তারা নির্ধারিত সময়ের পূর্বেই রিলিজ করেছে “আলাপ” অ্যাপ।

আলাপ অ্যাপ কি সেটা নিয়ে বিস্তারিত দেখে আসুনঃ 
→ আলাপ অ্যাপ কি? 

আশা করছি বুঝতে পেরেছেন “আলাপ” অ্যাপ কি এবং সেটি কিসের কাজ করে।
তাহলে দেখা যাক কিভাবে রেজিস্ট্রেশান করে সম্পূর্ন ফিচার্স উপভোগ করবেন “আলাপ” অ্যাপের।

Alaap Calling App BTCL রেজিস্ট্রেশান প্রক্রিয়াঃ

→ ডাউনলোড আলাপ অ্যাপ

উপরের লিংক থেকে আলাপ অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন আপনার ফোনে।
এবার ওপেন করুন আলাপ অ্যাপ।

  • আপনার ব্যবহৃত ফোন নাম্বার দিন;
  • আপনার ফোন নাম্বার ভেরিফাই করার জন্য কোড আসবে আপনার ফোনে;
    যদি কোড না আসে তাহলে অপেক্ষা করে আবার নতুন কোডের জন্য “কল” মাধ্যম ব্যবহার করুন।
    তাহলে আপনাকে কল দিয়ে কোড বলে দেওয়া হবে সেই কোড দিয়ে ভেরিফাই করুন আপনার ফোন নাম্বার।
  • এনআইডি ভেরিফাই করার জন্য বলা হচ্ছে;
    আপনি যদি সম্পূর্ণ ফিচার্স ব্যবহার করতে চান আলাপ অ্যাপের। তাহলে এনআইডি দিয়ে ভেরিফাই করতে হবে।
    সেজন্য “Next” বাটনে ক্লিক করুন;
  • এনআইডি কার্ড এর সামনের অংশ এবং পিছনের অংশের ছবি তুলুন। পরিষ্কার ভাবে।
    “Next” বাটনে ক্লিক করুন।
  • আপনার এনআইডি কার্ডের সকল তথ্য দেখতে পাবেন;
    যদি কোথাও ভুল হয়ে থাকে, তাহলে সেটি সংশোধন করে দিন। “Next” বাটনে ক্লিক করুন।
  • আপনার একটি সেলফি তুলুন;
    পরিষ্কার ভাবে। চোখের গ্লাস খোলে ফেলুন।
    “Next” বাটনে ক্লিক করে অপেক্ষা করুন। কিছুক্ষণ সময় নিবে ভেরিফাই হতে।

ভেরিফাই হয়ে গেলে আপনাকে হোম পেজে নিয়ে আসবে এবং আপনাকে বিটিসিএল থেকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার এনআইডি ফেরিফিক্যাশান সফল হয়েছে।

এনআইডি কার্ড ভেরিফাইড হয়ে গেলে আপনি পেয়ে যাবেন ১৫ মিনিট ফ্রী ৩০ দিন মেয়াদের।
এবং আপনি যেকোনো নাম্বারে কথা বলতে পারবেন মাত্র ৩০ পয়সায় (+১৫% ভ্যাট)।
এনআইডি ভেরিফাই হয়েছে। এবার প্রশ্ন আসবে কিভাবে রিচার্জ করবো?

যারা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে চান আলাপ অ্যাপ;
এই লিংকটি ফলো করুন।

Alaap Calling App BTCL রিচার্জ করার প্রক্রিয়াঃ

  • হোম পেজ থেকে “Recharge” অপশনটি নির্বাচন করুন।
  • বিকাশ নির্বাচন করুন;
    আপনি বিকাশ ছাড়াও বাংলাদেশ সহ অন্যান্য দেশের সকল মাধ্যম দিয়েও রিচার্জ করতে পারবেন।
    তবে আজকে বিকাশ দিয়েই দেখাচ্ছি। নগদ, রকেট,কার্ড ইত্যাদি দিয়েও করতে পারবেন।
  • টাকার পরিমান লিখে “Continue” তে ক্লিক করুন;
    কিছু সময় অপেক্ষা করুন।
  • বিকাশ নাম্বার লিখুন;
    যেই বিকাশ নাম্বার থেকে টাকা আনবেন সেই নাম্বার লিখুন।
  • বিকাশ নাম্বারে যেই ৬ সংখ্যার কোড যাবে সেটি লিখুন।
    ২মিনিট পরে কোড কাজ করবে না, তাই ২ মিনিটের মধ্যে কোড লিখতে হবে।
  • আপনার বিকাশ পিন দিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন;
    আপনাকে আবার হোম পেজে ফিরিয়ে নিয়ে আসা হবে।

এভাবেই আপনি আলাপ অ্যাপে টাকা রিলোড করতে পারবেন।

Alaap Calling App BTCL নিয়ে সচরাচর জিজ্ঞাসাঃ

এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যাচ্ছে না কেন?

আপনার এনআইডি কার্ডের স্পষ্ট ছবি তুলুন। এবং সেলফি পরিষ্কার ভাবে তুলুন।
যার এনআইডি কার্ড তার সেলফি দিতে হবে।

ফ্লেক্সিলোডের কাছ থেকে কি আলাপ অ্যাপে টাকা লোড করা যাবে?

না।

এনআইডি কার্ড নেই, পাসপোর্ট আছে। আমি কি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবো?

না! শুধু মাত্র এনআইডি কার্ড দিয়েই আলাপ অ্যাপ ভেরিফাই করা যায়।

এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই না করলে কি কোনো সমস্যা হবে?

না। সমস্যা নেই। তবে আপনি সকল ফিচার্স ব্যবহার করতে পারবেন না। এর মধ্যে সব থেকে বেশি আকর্ষনীয় ফিচার্স হচ্ছে আউটগোয়িং কল। সেটার সুবিধা পাবেন না।

আমি কি আইপি নাম্বার ইচ্ছানুযায়ী নিতে পারবো?

না! আপনাকে বিটিসিএল থেকেই আইপি নাম্বার দেওয়া হবে। যা দিয়ে আপনি আউটগোয়িং কল করতে পারবেন।

একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি আলাপ অ্যাপ রেজিস্ট্রেশান করতে পারবো?

এখন পর্যন্ত আপনি একটি এনআইডি কার্ড দিয়ে মাত্র ১ টি আলাপ অ্যাপ রেজিস্ট্রেশান করতে পারবেন।

Alaap Calling App BTCL এ কল আসছে না, কিন্তু যাচ্ছে। কেন?

আলাপ কলিং অ্যাপ দিয়ে আপনি সকল নাম্বারে কথা বলতে পারবেন। কিন্তু মাঝে মাঝে (রবি) কিছু নাম্বারে কল আসে না। সেটা হয়ত পরবর্তিতে ঠিক হয়ে যাবে।

আশা করছি আপনি সফল ভাবেই রেজিস্ট্রেশান সহ রিচার্জ করার প্রক্রিয়া জেনেছেন।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমন্টে জানান।
ধন্যবাদ।

You May Also Like

About the Author: infotalkbdcom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *