Android ইউজার সাবধানঃ
-
গুগল প্লে-স্টোরের সাতটি অ্যাপে দেখা মিলেছে “Trojan” ম্যালওয়্যারের
-
ইতিমধ্যে এই বিপজ্জনক অ্যাপগুলিকে Google Play Store থেকে সরিয়ে ফেলা হয়েছে
-
সাইবার জগতে জোকার ম্যালওয়্যারের সন্ধান মেলে 2019 সালে
Android ইউজারঃ সম্প্রতি Google সংস্থা 7 Android Apps প্লে স্টোর (PlayStore) থেকে সরিয়ে নিল। এই অ্যাপগুলিতে দেখা মিলেছে বিপজ্জনক “Trojan” ভাইরাসের, যা মূলত জোকার ম্যালওয়্যারের একটি ধরন। জানা গিয়েছে ইতিমধ্যে বহু মানুষই গুগলের বাতিল করা সাতটি জনপ্রিয় অ্যাপকে ডাউনলোড করে ফেলেছে। যাতে আর কেউ এই অ্যাপগুলিকে ডাউনলোড করে ক্ষতির মুখে না পড়ে সেইজন্য গুগলের তরফে প্লে-স্টোর থেকে সরিয়ে নেওয়া হল এই ভয়ানক অ্যাপ্লিকেশনগুলিকে”
Android ইউজারঃ সাইবার জগতে জোকার (Joker) ম্যালওয়্যারের সন্ধান মেলে 2019 সালে। সেই থেকেই সাইবার ক্রিমিনালেরা এই ম্যালওয়্যারকে (Malware) ব্যবহার করে মানুষের ক্ষতি করছে। এটি এমন একধরণের ভাইরাস যা ইউজারের সিস্টেমে লুকিয়ে থেকে তাদেরকে কোনো রকম ইঙ্গিত না দিয়েই চুরি করে নিতে পারে সমস্ত ডেটা। নিমেষের মধ্যে ইউজারদের অনলাইন লেনদেনের বিভিন্ন অ্যাপের পাসওয়ার্ড দখল করে খালি করে দিতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট”
গুগলের তরফে যে সমস্ত জনপ্রিয় অ্যাপ্লিকেশনকে বাদ দেওয়া হয়েছে , সেগুলি হল-
- Super Hero – Effect
- Now QRcode San
- Emojione Keyboard
- Battery Charging Animations Battery Wallpaper
- Dazzling Keyboard
- Volume Booster Louder Sound Equalizer
- Classic Emoji Keyboard
Android ইউজারঃ গুগলের তরফে ইউজারদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে প্লে- স্টোর থেকে বাদ দেওয়া এই বিপজ্জনক অ্যাপগুলি যদি কারোর ফোনে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আন- ইনস্টল করাই ভালো।
এছাড়া স্মার্টফোনে যাতে কোনো ম্যালওয়্যার অ্যাটাক না করতে পারে, সেজন্য ইউজারদেরও সবসময় সতর্ক থাকা উচিত।
- প্লে-স্টোর ছাড়া অন্য কোনো থার্ড পার্টি সোর্স থেকে অ্যাপ ইনস্টল করা উচিত নয়।
- ফোনে ডাউনলোড করা কোনো অ্যাপকে যদি ছয়মাসের বেশি সময় ধরে ব্যবহার না করা হয়, তাহলে সেগুলি ডিলিট করে ফেলা উচিত।
- প্লে- স্টোরে থাকা যেসমস্ত অ্যাপকে খুব কম ইউজারই ডাউনলোড করেছেন, বা যাদের রেটিং খুব একটা ভালো নয় সেই ধরণের অ্যাপগুলিকে এড়িয়ে যাওয়া ভালো।
- অনলাইনে অ্যাপ ডাউনলোড করার সময় বেশ কিছু অ্যাপের ডেসক্রিপশনে বানান ভুল থাকে। এই ধরণের অ্যাপ্লিকেশনগুলির বিশ্বাসযোগ্যতা বেশ কম।
আরো পড়ুনঃ Moto G200 ১০৮ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরাসহ লঞ্চ হতে পারে স্মার্টফোন
উইকিপিডিয়াঃ অ্যান্ড্রয়েড