
Best Smartphone
- Oneplus, Apple, iQoo সহ দুর্দান্ত স্মার্টফোন রয়েছে এই লিস্টে
- হাই কোয়ালিটি ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর রয়েছে এই সব স্মার্টফোনে
- ios এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসই পাবেন আপনি এই রেঞ্জে
আপনি কি নতুন Smartphone কেনার কথা ভাবছেন এবং চাইছেন কম বাজেটে হাই-প্রসেসর, বেশি RAM-Storage এবং হাই কোয়ালিটি ক্যামেরা ফিচার, তবে এই খরব আপনার জন্য। এখানে ios এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসই পাবেন। মিলবে হাই কোয়ালিটি ক্যামেরা ও উন্নতমানের প্রসেসর। এছাড়া থাকবে আকর্ষণীয় ডিসপ্লে ফিচার ও ফাস্ট চার্জের ব্যবস্থা। আসুন জেনে নেওয়া যাক 40,000 টাকার মধ্যে আপনি কোন কোন স্মার্ট-ফোন পাবেন।

OnePlus 9R
এই ওয়ান-প্লাস হ্যান্ডসেটের দাম শুরু হচ্ছে 36,999 টাকা থেকে। এই হাই পারফর্মার স্মার্ট-ফোনটি মোবাইল গেম লাভারদের জন্য উপযুক্ত। এই মোবাইলে রয়েছে 120Hz অ্যামোলয়েড ডিসপ্লে এবং 65W ফাস্ট চার্জের সুবিধা। এই স্মার্ট-ফোনে মিলবে Oxygen OS এক্সপেরিয়েন্স।
iQOO 7 Legend
IQOO 7 Legend স্মার্ট-ফোনের দাম শুরু 39,990 টাকা। এই ডিভাইসে রয়েছে অ্যামোলয়েড ডিসপ্লে। এই মডেলের ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। এই হ্যান্ড-সেটে মিলবে 66W ফাস্ট চার্জের সুবিধা। স্মার্ট-ফোনের প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 888। 40,000 রেঞ্জের স্মার্ট-ফোনগুলির মধ্যে Best Smartphone হতে পারে IQOO 7 Legend।
Xiaomi Mi 10T
Xiaomi Mi 10T Pro মডেল পাওয়া যাবে 34,999 টাকায়। এতে রয়েছে 8GB RAM ও 128GB স্টোরেজ ফিচার। এই স্মার্ট-ফোন পাওয়া যাবে Aurora blue, Cosmic black, Lunar Silver কালার অপশনে। এই ডিভাইসে রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 144Hz। এই Xiaomi Mi 10T Pro স্মার্ট-ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর। এছাড়া এই ডিভাইসে মিলবে টিপল ক্যামেরা সেটআপ সমেত 5,000 mAh ব্যাটারি।
IPhone SE
অ্যাপেলের এই এন্ট্রি লেভেল স্মার্ট-ফোনের দাম শুরু হচ্ছে 30,001 টাকা থেকে। এই হ্যান্ড-সেটে প্রসেসর হিসেবে রয়েছে বায়োনিক চিপ-সেট এবং স্ন্যাপড্রাগন 870 প্রসেসর। স্পেশাল বেনিফিট হিসেবে এই স্মার্ট-ফোনে মিলবে ভালো কোয়ালিটির রেয়ার ক্যামেরা। কম্প্যাক্ট ডিজাইন ও প্রিমিয়াম এক্সপেরিয়েন্স পাবার জন্য কিনতে পারেন এই স্মার্ট-ফোন।
Oppo Reno 6 Pro
40,000 টাকা রেঞ্জের স্মার্ট-ফোনগুলির মধ্যে অন্যতম হল Oppo Reno 6 Pro। এই হ্যান্ড-সেটের দাম 39,990 টাকা। এই মোবাইলে রয়েছে ডাইমেনসিটি 1200 চিপসেট। এছাড়া এতে রয়েছে কার্ভ এডজেস ও 90Hz অ্যামোলয়েড ডিসপ্লে। মিলবে 65W ফাস্ট চার্জের ফিচার।
Samsung Galaxy S20 FE
এই 4G স্মার্ট-ফোন কেনা যাবে 36,990 টাকায়। Samsung Galaxy S20 FE হ্যান্ড-সেটে রয়েছে টিপল ক্যামেরা ফিচার, ওয়াটার রেজিস্টেন্সের সুবিধা। এছাড়া এই মডেলের ডিসপ্লে রিফ্রেশ রেট 120Hz। এই স্মার্ট-ফোনে রয়েছে ফাস্ট Exynos চিপসেট। এছাড়া মিলবে ওয়্যারলেস চার্জের সুবিধাও।
Xiaomi Mi 11x Pro
Xiaomi Mi 11x Pro মডেলের দাম 39,999। এই স্মার্ট-ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 888 চিপসেট, 108MP মেইন ক্যামেরা ফিচার। এই হ্যান্ড-সেটের স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz। স্পেশাল ফিচার হিসেবে রয়েছে OLED ডিসপ্লে ও হাই কোয়ালিটি ডিজাইন।
আরো পড়ুনঃAndroid ইউজার সাবধান! Google ব্যান করল এই 7 App, এক্ষুনি করুন ডিলিট,
More Informationঃ Smartphone