
বাংলাদেশে এখন চালু হয়েছে ঘরে বসেই জন্ম নিবন্ধন (Birth Certificate Registration Card) করার পদ্ধতি, আপনি এখন ঘরে বসেই নির্ভুল ভাবেই করে ফেলতে পারবেন আপনার জন্ম নিবন্ধন (Birth Certificate Registration Card)।
Birth Certificate Registration Online
ধাপ-১ঃ প্রথমে আপনি এই লিংকে ক্লিক করে চলে যাবেন জন্ম নিবন্ধন বা Birth Registration Portal এ এবং আপনি “আবেদন করুন” এ ক্লিক করুন ।
ধাপ-২ঃ এখানে আপনার ঠিকানার কিছু অংশ নির্বাচন করতে হবেঃ
১। প্রথমে আপনার বিভাগ নির্বাচন করুন।
২। আপনার জেলা নির্বাচন করুন।
৩। আপনার উপজেলা নির্বাচন করুন।
৪। আপনার ইউনিয়ন নির্বাচন করুন।
৫। আপনার উইনিয়নের ওয়ার্ড নির্বাচন করুন।
এবার “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
ধাপ-৩ঃ এখানে আবেদনকারীর তথ্য এবং পিতা মাতা সহ অন্যান্য তথ্য সমূহ দিতে হবে। (সব কিছুই বাংলায়)
১। সম্পূর্ণ নাম বাংলায় লিখুন
২। জন্ম তারিখ লিখুন (দিন-মাস-বছর) ।
মাতার তথ্যঃ
৩। মাতার নাম লিখুন।
৪। মাতার জাতীয়তাবাদ নির্বাচন করুন।
পিতার তথ্যঃ
৫। পিতার নাম লিখুন।
৬। পিতার জাতীয়তাবাদ নির্বাচন করুন।
ঠিকানাঃ
৭। জন্ম স্থান লিখুন*
৮। স্থায়ী ঠিকানা লিখুন*
৯। বর্তমান ঠিকানা লিখুন*
* এখানে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং রোড/বাড়ির নাম্বার/নাম লিখতে হবে।
ঠিকানা লিখার সময় অবশ্যই ২ লাইনে লিখবেন, বুঝার জন্য আমি একটি ডামি ডেমো দিয়েছে, সেটি দেখলেই আশা করছি বুঝতে অসুবিধা হবে না।
সব কিছু বাংলায় লিখা হয়ে গেলে এবার আপনি “পরবর্তি” বাটনে ক্লিক করুন এবং সামনে অগ্রসর হউন।
ধাপ-৪ঃ এখানে সকল তথ্যই আপনাকে ইংরেজিতে লিখতে হবে।
১। আবেদনকারীর নাম ইংরেজিতে লিখুন
২। মাতার নাম ইংরেজিতে লিখুন
৩। পিতার নাম ইংরেজিতে লিখুন
৪। জন্মস্থান ইংরেজিতে লিখুন।
৫। স্থায়ী ঠিকানা ইংরেজিতে লিখুন
৬। বর্তমান ঠিকানা ইংরেজিতে লিখুন

সব কিছু দেওয়া হয়ে থাকলে আপনি “পরবর্তি” বাটনে ক্লিক করে দেখতে পাবেন আপনার আবেদনের সকল তথ্য, কোথাও কোনো ভুল দেখতে পেলে সেটি “পেছনে” বাটনে ক্লিক করে সংশোধন করে নিন। এভাবে “সংরক্ষণ” এ ক্লিক করুন।
হয়ে গেলো আপনার জন্ম নিবন্ধন আবেদন, এবার আপনি “Print” এ ক্লিক করে সেটি ডাউনলোড করে প্রিন্ট করে জমা দিয়ে দিন আপনার ইউনিয়ন পরিষদে। (১৫ দিনের মধ্যে)
আশা করছি এই পোস্টটি পড়ে আপনি খুব সহজেই আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে ফেলতে পারবেন, যদি আপনার কাছে পোস্টটি নিয়ে আরো কিছু জানার থাকে, তাহলে আপনি নিচে প্রশ্ন করে জানান, আর যদি অন্য কাউ্কে জানাতে চান তাহলে শেয়ার করে ফেলুন এখনই। ধন্যবাদ।