বিকাশের সেন্ড মানি এখন ফ্রি! [bKash Send Money Charge]

bkash send money charge

সম্প্রতি বিকাশ তাদের চার্জিং-এ কিছু পরিবর্তন এনেছে। তবে সেটা শুধু সেন্ড মানির (bKash Send Money Charge) ক্ষেত্রে করা হয়েছে।
আপনারা সবাই জানেন, বিকাশের অ্যাপ দিয়ে ৫০০ টাকা পর্যন্ত সেন্ড মানি চার্জ ফ্রি ছিলো।
তবে ইউএসএসডি কোড ডায়াল করে সেন্ড মানি চার্জ ৫ টাকা ছিলো।

বিকাশ চার্জিং এর পরিবর্তন হলো;

  • এক মাসে সর্বোচ্চ পাঁচ(৫) টি প্রিয় নাম্বার যোগ করতে পারবেন সেন্ড মানি করার সময়।
  • তবে কোনো এজেন্ট বা মার্চেন্ট নাম্বার যোগ করতে পারবেন না।
  • এই পাঁচ(৫) টি প্রিয় নাম্বারে প্রতি মাসে (২্‌০০০) পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন।
  • এক মাসে পঁচিশ হাজার (২৫,০০০) টাকার বেশি প্রিয় নাম্বারে লেনদেন করলে ৫ টাকা চার্জ হবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পর্যন্ত।
  • লেনদেনের পরিমাণ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা র বেশি হলে ১০ টাকা চার্জ হবে।
  • প্রতি মাসে ব্যবহার যোগ্য নাম্বার ৫ টি। তবে ১ মাস পরে সেটি পরিবর্তন করতে পারবেন।
  • এই ফিচার্সটি অ্যাপ এবং ইউএসএসডি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

 

কিভাবে প্রিয় নাম্বার যুক্ত করবেনঃ

  • প্রথমেই বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিন। অ্যাপ ইন্সটল করে লগিন করলেই ৫০ টাকা বোনাস
  • Send Money তে ক্লিক করুন।
  • See Favorite Number এ ক্লিক করুন।
  • Add এ ক্লিক করুন।

 

  • Number টি লিখুন এবং Tab to continue এ ক্লিক করুন।
  • বিকাশ পিন নাম্বারটি দিন।
  • সামনে অগ্রসর হউন।

 

ব্যস হয়ে গেলো আপনার প্রিয় নাম্বার যুক্ত করা। এবার আপনি লেনদেন করতে পারবেন।

প্রিয় নাম্বার ছাড়া লেনদেনের চার্জঃ

  • প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত চার্জ হবে ৫ টাকা।
  • প্রতি মাসে ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত চার্জ হবে ১০ টাকা।
  • একটি উদাহারনঃ মনে করুন আপনি একজন গ্রাহক ১ মাসে ইতিমধ্যে ২৪,৫০০ টাকা প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে সেন্ড মানি করেছেন। এখন যদি আপনি আরো একটি প্রিয় নাম্বারে ৬০০ টাকা পাঠাতে চান, (মোট ২৫,১০০ টাকা), তাহলে এই লেনদেনের জন্য ১০ টাকা চার্জ প্রযোজ্য  হবে। 

 

নিচের টেবিল থেকে সংক্ষেপে জেনে নিনঃ

লেনদেনের পরিমাণ প্রিয় ৫টি নাম্বারে প্রিয় ৫টি নাম্বার ব্যতীত
২৫,০০০ টাকা পর্যন্ত ফ্রী ৫ টাকা
২৫,০০০.০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রতি লেনদেনে ৫ টাকা প্রতি লেনদেনে ১০ টাকা।
৫০,০০০ টাকার অধিক প্রতি লেনদেনে ১০ টাকা প্রতি লেনদেনে ১০ টাকা

 

এখানে প্রতিটি অফার বা চার্জ বিকাশের হাতে, তাই কোনো সমস্যা হলে বা তথ্য পরিবর্তন হলে সেটা বিকাশের দায়িত্ব।
আপনার লেনদেনকৃত টাকা আপনার দায়িত্ব। আপনি সেটি নিরাপদে রাখুন।
সকল কিছুর তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।
বিষয়টি শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের কাছে।
ধন্যবাদ।

You May Also Like

About the Author: infotalkbdcom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *