Covid 19 ভ্যাক্সিন নিবন্ধন করুন অনলাইনে। [Corona Vaccine Bangladesh]

corona vaccine bangladesh

Covid-19 এর ভ্যাক্সিন নিয়ে যাবতীয় তথ্য এখানে তুলে ধরা হয়েছে। Corona Vaccine Bangladesh

 আশা করছি সম্পুর্ন লিখাটি পড়ে নিলে বুঝে যাবেন কি কি করা লাগবে। 

চলুন দেখি এক নজরে কি কি থাকছেঃ 

সতর্কিকরনঃ এখানে যেহেতু এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশান করতে হয়। 

তাই আপনারা কেউ অন্য কোনো ওয়েবসাইটে আপনার এনআইডি তথ্য দিবেন না। 

এমন কি কেউ আপনার এনআইডি তথ্য এবং ফোনের ওটিপি চাইলেও দিবেন না। 

মনে রাখবেন, বাংলাদেশের জন্য (GOV.BD) এই ডোমেইনটি সরকারী কাজের জন্য বরাধ্য।

Surokkha.gov.bd ওয়েবসাইটের একদম নিচে অ্যাপের লিংক দেওয়া আছে। 

ঐ অ্যাপ ব্যতীত অন্য কোনো অ্যাপ ব্যবহার করবেন না।  

তাই যেকোনো সাইটে এনআইডি তথ্য দেওয়ার আগে সেটি ভালো ভাবে চেক করে নিন। 

আপনারা দুই মাধ্যমেই কোভিড-১৯ এর ভ্যাক্সিন নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন –

৩০ পয়সা প্রতি মিনিট কথা বলুন যেকোনো নাম্বারে। [IP Phone]

আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা? দেখে নিন

কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন । corona vaccine bangladesh

ধাপ-১ঃ নিবন্ধন

আপনি অ্যাপ অথবা ওয়েবসাইট এর যেকোনো একটি মাধ্যম নির্বাচন করে ওপেন করুন। 

আমি এখানে অ্যাপ দিয়েই দেখাবো, ওয়েবসাইট এর ক্ষেত্রে একই প্রসেস। 

আমি এখানে অ্যাপের ভাষা বাংলা রেখে কাজ করছি। আপনি চাইলে ইংরেজি করে কাজ করতে পারেন। 
অ্যাপ ওপেন করার পরে “ভ্যাক্সিনের জন্য নিবন্ধন করুন” করুন।

ধাপ-২ঃ পরিচয় যাচাই

করোনার টিকার জন্য অনেক অনেক শ্রেনীর মানুষের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বর্তমানে এখানে একটা শ্রেনীর দেখাবো, কারন সর্বজনের জন্য এখনো ভ্যাক্সিন দেওয়া শুরু হয় নি। 

তবে মনে রাখবেন সাধারন মানুষ তাদেরকেই দেওয়া হবে যাদের বয়স ৪০+ বছর। 

বাকি গুলো একই রকম শুধু মাত্র তথ্যের কিছু কম বেশি হতে পারে। 

যথারীতি আমি এখানে “নাগরিক নিবন্ধন” নির্বাচন করেছি। 

এবং এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ নির্বাচন করে দিয়েছি।

এর পরে “যাচাই করুন” এ ক্লিক করুন,

এখানে আপনি আপনার এনআইডি তথ্য দেখতে পাবেন। 

এবার মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলা হবে, নাম্বার দিবেন। “পরবর্তি” বাটনে ক্লিক করুন।

ধাপ-৩ঃ দীর্ঘমেয়াদী রোগ

এই ধাপে আপনাকে অনেক কিছুই জিজ্ঞাস করা হবে প্রশ্নের মাধ্যমে। 

যেমন;

 আপনার হাই প্রেসার, হৃদরোগ, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ডায়বেটিক্স ইত্যাদি দীর্ঘমেয়াদি 

রোগ আছে কিনা। সকল প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করুন। “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

ধাপ-৪ঃ পেশা ও অন্যান্য

আপনি কোভিড-১৯ এর কোনো কাজের সরাসরি জড়িত কিনা।

সেটির সঠিক নির্বাচন করুন। 

আপনি যদি “গর্ভবতী” হয়ে থাকেন, তাহলে সেটিও নির্বাচন করুন। 

আপনার “পেশা” নির্বাচন করুন। “পরবর্তী” বাটনে ক্লিক করুন

ধাপ-৫ঃ বর্তমান ঠিকানা

আপনার বর্তমান ঠিকানা নির্বাচন করুন; 

বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড , গ্রাম সঠিক ভাবে নির্বাচন করুন।

 “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

ধাপ-৬ঃ যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক

এই ধাপে আপনি দেখতে পাবেন আপনার জেলাতে কয়টি করোনা টিকা দেওয়ার কেন্দ্র রয়েছে। 

ড্রপডাউন থেকে আপনার কাছের কেন্দ্রটি নির্বাচন করুন। 

তীর চিহ্নিত ছোট্ট ঘরে “টিক” মার্ক করে দিন।

সংরক্ষন করুন” এ ক্লিক করুন। 

আপনার ফোন নাম্বারে একটি ৬ সংখ্যার কোড আসবে, সেটি বসিয়ে নিশ্চিত করুন। 

হয়ে গেলো আপনার নিবন্ধন। 

কখন টিকা নিতে হবে? 

আপনার ফোন নাম্বারে এসএমএস (SMS) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন যেতে হবে টিকা কেন্দ্রে।

কোভিড-১৯ ভ্যাক্সিন নিবন্ধন স্ট্যাটাস । corona vaccine bangladesh

অ্যাপ অথবা ওয়েবসাইট এর “ নিবন্ধন স্ট্যাটাস” এ ক্লিক করুন। 

আপনার এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ বসান।

 “যাচাই করুন” বাটনে ক্লিক করুন। 

আপনার নিবন্ধনকৃত ফোন নাম্বারে ওটিপি আসবে। 

সেটি বসিয়ে দেখতে পারবেন আপনার নিবন্ধন স্ট্যাটাস।

টিকা কার্ড সংগ্রহ/ ডাউনলোড।

টিকা কার্ড সংগ্রহ” ক্লিক করুন। 

আপনার এনআইডি র তথ্য দিন বরাবরের মতই। 

যাচাই বাটনে ক্লিক করে অপেক্ষা করুন ফোনে ওটিপি আসা পর্যন্ত। 

ওটিপি বসিয়ে যাচাই করুন। 

আপনাকে একটি কিউআর (QR Code) কোড দেওয়া হবে। 

নিচের “সংগ্রহ করুন” এ ক্লিক করুন। 

আপনাকে একটি ব্রাউজারে নিয়ে যাওয়া হবে এবং ডাউনলোড হয়ে যাবে আপনার টিকা কার্ড। 

এবার আপনি সেটি প্রিন্ট করে কেন্দ্রে নিয়ে যান এসএমএসে বলা তারিখ অনুযায়ী।

টিকা সনদ সংগ্রহ/ ডাউনলোড (প্রক্রিয়াধীন)।

টিকার ডোজ দেওয়া শেষ হলে আপনি আপনার এনআইডি তথ্য দিয়ে এনআইডি তথ্য দিয়ে 

টিকা সনদ ডাউনলোড করতে পারবেন। 

 যেহেতু এই ওয়েবসাইট এবং অ্যাপটি প্রক্রিয়াধীন।

ফলে এখনো অনেক কাজ বাকি রয়েছে। 

এমনি ডেভোলাপমেন্টের কাজ এখনো চলছে। 

তাই যখনি টিকা সনদ দেওয়ার কাজটি শেষ হবে। তখনি সেটি নিয়ে বিস্তারিত লিখা হবে। 

আশা করছি আপনি এই পোস্টটি পড়ে নিজে নিজেই অনলাইনে

করোনা টিকার জন্য নিবন্ধন করে ফেলতে পারবেন। 

যদি কোনো সমস্যা ফেইস করেন তাহলে তাদের কল সেন্টারে কল দিন। 

সাধারন জিজ্ঞাসা থাকলে আমায় নক দিতে পারেন।

কিছু গুরত্বপূর্ণ কথাঃ

Surokkha.gov.bd এটি হচ্ছে সরকারী ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে যেই অ্যাপের লিঙ্ক রয়েছে। 

সেটিই হচ্ছে অফিশিয়াল অ্যাপ। 

আপনারা যদি কেউ অন্য কোনো ওয়েবসাইটে বা অ্যাপে আপনাদের তথ্য দেন। 

তথ্য চুরি হয়ে গেলে আমি দ্বায়ী থাকবো না। 

কেননা আমি বার বার বলে দিচ্ছি অফিশিয়াল ওয়েবসাইট/অ্যাপ কোনটি। 

আপনারা যদি তবু ভুল করেন, তবে সেই ভুলে মাশুল আপনাদের। 

কারন সম্প্রতি জানা গিয়েছে যে অনেক হ্যাকাররা এই ওয়েবসাইট সহ,

 www.corona.gov.bd ওয়েবসাইটের একটি কপি ওয়েবসাইট তৈরি করেছে। 

ফলে অনেকেই তাদের তথ্য চুরের কাছে দিয়ে ফেলেছে। 

আমি আপনাকে বার বার বলে রাখছি যে, 

আপনারা সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আপনাদের এনআইডির তথ্য দিবেন না। 

কোথাও কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না।

You May Also Like

About the Author: infotalkbdcom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *