
ই-পাসপোর্ট ফি জমা দেওয়ার জন্য এখন আর যেতে হবে না ব্যাংকে। দাঁড়িয়ে থাকতে হবে না লাইনে।
আপনি এখন অনলাইনের মাধ্যমেই ই-পাসপোর্ট ফি জমা দিতে পারবেন।
আর সেসব সুবিধা দিচ্ছে ওকে ওয়ালেট।
OK Wallet কি?
সংক্ষেপে বলে নিচ্ছে, ওকে ওয়ালেট হচ্ছে ওয়ান ব্যাংক দ্বারা পরিচালিত একটি মোবাইল ফিন্যান্সিয়ার সার্ভিস। যা মোবাইল ব্যাংকিং নামে পরিচিত।
আপনারা চাইলে ওকে ওয়ালেট ডাউনলোড করে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশান করে নিতে পারেন তৎক্ষণাৎ।
বাংলাদেশের মোবাইল ব্যাংকিং গুলোঃ → মোবাইল ব্যাংকিং গুলো
বিকাশ, রকেট, নগদের মত এত জনপ্রিয় না হলেও ওকে ওয়ালেট গ্রাহকদের কে ভালো মানের সেবা দিয়ে যাচ্ছে।
যদি আপনিও তাদের একজন গ্রাহক হতে চান তাহলে এখনি রেজিস্ট্রেশান করে ফেলুন।
→ Donwload OK Wallet (Android)
→ Download OK Wallet (iOS)
আশা করছি আপনি ওকে ওয়ালেট ডাউনলোড করে রেজিস্ট্রেশান করে ফেলেছন।
টাকা লোড করে বাকি কাজ গুলো করতে হবে।
E-Passport এর আবেদন করুন ঘরে বসেই অনলাইনে নির্ভুল ভাবেঃ → ই-পাসপোর্ট আবেদন করুন
How To Pay EPassport Fee Online ?
ই-পাসপোর্ট ফি পরিশোধ করার ধাপ সমূহ;
- “e-Passport Fee” তে ট্যাব করুন;
- ই-পাসপোর্ট টাইপ নির্বাচন করুন; আপনার পাসপোর্টের ধরন কি সেটি নির্বাচন করুন;
- Ordinary.
- Official.
- Diplomatic.
যেহেতু আমি সাধারন পাসপোর্ট করবো তাই “Ordinary” নির্বাচন করেছি;
- কি ধরনের পাসপোর্ট করার জন্য আবেদন করেছিলেন। সেটি নির্বাচন করুন
- New e-Passport.
- Reissue e-Passport.
আমি নতুন পাসপোর্ট করার কারনে এখানে “New e-Passport” নির্বাচন করেছি।
- “e-Passport” এর ডেলিভারি টাইপ নির্বাচন করুন;
- Regular
- Express
- আপনার সকল তথ্য দিন যেগুলো চাওয়া হচ্ছে;
- আপনার সম্পূর্ণ নাম (পাসপোর্টে যা দিয়েছেন)।
- এনআইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন নাম্বার লিখুন (পাসপোর্টে যা দিয়ে আবেদন করেছেন)।
- পাসপোর্ট এর মেয়াদ এবং পাতা নির্বাচন নির্বাচন করুন (পাসপোর্ট অনুযায়ী)।
- এনআইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন এর প্রথম অংশের ছবি দিন (পাসপোর্টে যা দিয়ে আবেদন করেছেন)।
- আপনার দেওয়া সকল তথ্য দেখতে পাবেন এবং ফি’স কত হয়েছে সেটাও দেখতে পাবেন।
পিন দিয়ে ‘Next’ বাটনে ট্যাব করুন।
আপনার পেমেন্ট সম্পূর্ন হয়েছে। এখন আপনার পেমেন্ট রশিদ লাগবে, যা পাসপোর্টের এনরোলমেন্টের সময় জমা দিতে হবে।
তাই চলুন দেখি কিভাবে ডাউনলোড করবেন পেমেন্ট রশিদ।
E-Passport পেমেন্ট রশিদ ডাউনলোডঃ
- “Payment Receipt & Info” তে ট্যাব করুন;
- “Download Receipt” এ ট্যাব করুন;
- আপনার কিছু তথ্য দিন;
- সম্পূর্ণ নাম লিখুন (পেমেন্ট করার সময় যে নাম লিখেছিলেন)।
- তার জন্ম তারিখ লিখুন।
- যেই তারিখে পেমেন্ট করেছেন সেই তারিখ লিখুন।
- “Download Receipt” এ ক্লিক করুন।
আপনার ফোনে পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে।
আপনি যদি ডেক্সটপ দিয়ে ডাউনলোড করতে চান তাহলে এই লিংক থেকেও ডাউনলোড করতে পারবেন।
রশিদ ডাউনলোড করে সেটি প্রিন্ট করে ব্যবহার করতে হবে।
কিছু সচরাচর জিজ্ঞাসাঃ
পাসপোর্টের নাম এবং পেমেন্ট করার সময় নাম কি আলাদা দেওয়া যাবে?
না! কারন আপনার পাসপোর্টের নামের সাথে যদি পেমেন্ট রশিদের নাম মিল না থাকে। তাহলে আপনার পেমেন্ট বাতিল বলে গণ্য হতে পারে। ফলে আপনি ক্ষতির মুখে পড়বেন।
OK Wallet এ কিভাবে টাকা লোড করবো?
যেকোনো ওয়ান ব্যাংক থেকে, যেকনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে। ওকে ওয়ালেট এজেন্ট পয়ন্ট থেকে। অন্য কারো ওকে ওয়ালেট থেকে।
আশা করছি আপনি সঠিক ভাবে পেমেন্ট করতে পারবেন ওকে ওয়ালেট দিয়ে।
যদি কোনো প্রশ্ন থেকে থাকে। তাহলে নিচের কমন্টে জানান।
ধন্যবাদ।