HSC Result 2022 Published – ফলাফল দেখুন

hsc result 2022 published

HSC Result 2022 Published!

২০২১ সালের এইচএসসি ফলাফল পাবলিশ হবে ৩০ই জানুয়ারী ২০২২ ইং।
দুইটি মাধ্যমে এইচএসসি ফলাফল দেখতে পারবেন;

  1. এসএমএস(SMS) এবং
  2. ইন্টারনেট ব্যবহার করে

HSC Result 2022 Published এসএমএস এর মাধ্যমে এইচএসসি ফলাফলা দেখুনঃ

HSC <SPACE> 1ST THREE LETTERS OF BOARD NAME <SPACE> HSC ROLL <SPACE> 2022
THEN SEND TO 16222

আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে নিচের ধাপ গুলো অনুসরণ করবেন।

১. আপনার ফলাফলের ধরন লিখবেন, যেমনঃ HSC

২. আপনার বোর্ডের প্রথম ৩ টি অক্ষর লিখবেন, যেমনঃ DHA

৩.এইচএসসি রোল নাম্বার লিখবেন।

৪. পরীক্ষার সন লিখবেন।

প্রতিটা ধাপের পর পর একটি স্প্যাস ব্যবহার করবেন।

এর পর সেটি পাঠিয়ে দিবেন ১৬২২২ নাম্বারে (চার্জ প্রযোজ্য) । কিছুক্ষনের মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনার ফলাফল।

ইন্টারনেট ব্যবহার করে ফলাফল দেখুনঃ

ইন্টারনেট ব্যবহার করে ফলাফল দেখতে হলে, নিচের যেকোনো একটি লিংকে ক্লিক করুনঃ

  1. Education Board Bangladesh (রেজিস্ট্রেশান নাম্বার লাগবে)
  2. EBoard Result (রেজিস্ট্রেশান নাম্বার লাগবে না)

যদি প্রথম লিংকে গিয়ে থাকেন, তাহলেঃ

১. ফলাফলের ধরন নির্বাচন করুন।

২. পরীক্ষার সন নির্বাচন করুন।

৩. বোর্ড নির্বাচন করুন।

৪. রোল নাম্বারটি লিখুন।

৫. রেজিস্ট্রেশান নাম্বারটি লিখুন। ( রেজিস্ট্রেশান নাম্বার ছাড়া ফলাফল দেখতে চাইলে ২ নং লিংকটি ফলো করুন)

৬. ছোট যোগের ফলাফলটি লিখুন। ( এটি পরিবর্তনশীল)

 

আরও পড়ুন –

  1. Alaap Calling App BTCL রেজিস্ট্রেশান ও রিচার্জ প্রক্রিয়াসহ অন্যান্য
  2. অন্য কেউ দেখতে পারবে না আপনার ইমেইল!
  3. বাংলাদেশি “ফেসবুক” Facefeell Bangladesh
  4. How to make money online for free 2022

 

 

যদি ২য় লিংকে গিয়ে থাকেন, তাহলেঃ

১. কি ধরনের ফলাফল চাচ্ছেন সেটি নির্বাচন করুন।

২. পরীক্ষার সন নির্বাচন করুন।

.৩. বোর্ড নির্বাচন করুন।

৪. “Individual Result” নির্বাচন করুন, কারন আপনি ব্যক্তিগত ফলাফল চাচ্ছেন।

৫. রোল নাম্বার লিখুন।

৬. রেজিস্ট্রেশান নাম্বার লিখুন। ( দিতে না পারলেও হবে)

৭. ক্যাপচা নাম্বারটি ভালো ভাবে লিখুন, বুঝতে না পারলে “Reload” এ ক্লিক করে নতুন ক্যাপচা কোড লিখুন।

আশা করছি এই ৩ টি মাধ্যম থেকে যেকোনো একটী মাধ্যমেই আপনি আপনার পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

যদি কোনো সমস্যা হয়, বা বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচে কমেন্ট করুন, বা আমাকে ব্যক্তিগত ভাবে নক করুন।

ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও তাদের রেজাল্ট দেখতে সাহায্য করুন।

You May Also Like

About the Author: infotalkbdcom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *