
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ হচ্ছে “Cellfin App“। সেলফিন হচ্ছে ইসলামি ব্যাংকের এ টু জেড সমাধান।
Islami Bank Cellfin App Registration ;
তাহলে চলুন দেখে আসি কি কি করা যায় এই সেলফিন অ্যাপ দিয়ে?
- ইসলামি ব্যাংকের যেকোনো শাখায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা।
- এমক্যাশ অ্যাকাউন্ট খোলার সুবিধা।
- যেকোনো ব্যাংকের ভিসা/ডেভিড/মাস্টার কার্ড থেকে টাকা আনার সুবিধা।
- যেকোনো অপারেটরে টাকা রিচার্জ করার সুবিধা।
- ইসলামি ব্যাংকের যেকোনো অ্যাকাউন্ট থেকে টাকা আনার সুবিধা।
- যেকোনো ব্যাংক এবং কিছু মোবাইল ব্যাংকিং-এ টাকা পাঠানোর সুবিধা।
- বিল পেমেন্ট করার সুবিধা।
- ইসলামি ব্যাংকের কার্ড/ এমক্যাশ ট্যাগ করার সুবিধা এবং ফ্রি ভিসা কার্ড।
- ব্যালেন্স স্ট্যাটম্যান্ট দেখা এবং ডাউনলোড করার সুবিধা।
- কার্ড ছাড়া এটিএম থেকে টাকা উত্তোলন করার সুবিধা।
- অফার/প্রমোশন তো আছেই।
কিভাবে সেলফিন অ্যাকাউন্ট করবো?
সেলফিন অ্যাপে অ্যাকাউন্ট করা খুবই সহজ। আপনি যেহেতু আমার এই পোস্টটি পড়তেছেন তাহলে আপনার বুঝার বাকি নেই কিভাবে রেজিস্ট্রেশান করবেন সেলফিন অ্যাপে। তবু কিছু গুরত্বপূর্ন কথা না বললেই নয়।
তা হলো; প্রথমে এই নিচের লিংক গুলো থেকে ডাউনলোড করে নিন সেলফিন অ্যাপটি।
- Android
- iOS (iOS ভার্সন এখনো আসে নি)
সেলফিন অ্যাপটি ইন্সটল করার পরে ওপেন করে “Register” এ ক্লিক করুন এবং পরবর্তি ধাপ সমূহ আরো সহজ;
- আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার দিন এবং অপারেটর নির্বাচন করুন।
- একটি ৬ সংখ্যার পিন দিন।
এখন আপনার ফোনে ওটিপি আসবে সেটি দিয়ে ভেরিফাই করুন এবং আপনার এনআইডি কার্ড এর ২ পাশের ছবি আপলোড করুন।
এনআইডি কার্ড এর ছবি স্টোরেজ থেকে আপলোড করবেন না। এতে করে সমস্যা হতে পারে, আপনি সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে প্রয়োজন মত ক্রপ করে সামনের পার্ট এবং পিছনের পার্ট আপলোড করুন। আবারো বলছি সরাসরি ক্যামেরা ব্যবহার করুন, স্টোরেজ থেকে আপলোড করা থেকে বিরত থাকুন।
সতর্কীকরন
এবার আপলোড করার জন্য কিছুটা সময় অপেক্ষা করুন এবং আপনি আপনার এনআইডি কার্ডের তথ্য গুলো দেখতে পাবেন, কোথাও ভুল থাকলে এডিট করে নিন। সব ঠিক থাকলে পরবর্তি ধাপে যান এবং আপনার সেলফি নিন।
মনে রাখবেন আপনার সেলফি ইমেজের সাথে অবশ্যই এনআইডি ছবির মিল থাকতে হবে, অন্যথায় এপ্রোভ হবে না।
তারপর রেফারেল নাম্বার হিসেবে কোনো নাম্বার দেওয়ার দরকার নেই, এটি ঐচ্ছিক। ইমেইল চাইলে দিতে পারেন এবং সাবমিট করুন। যদি কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে তাৎক্ষনিক ভাবে সেলফিন অ্যাপটি রেজিস্টার হয়ে যাবে। এছাড়া ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
কি কি থাকছে সেলফিন অ্যাপ রেজিস্ট্রেশানের পর?
রেজিস্ট্রেশান সফলভাবে শেষ করার পরে আপনি যা দেখতে পাবেন তা হলো;
এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় এই অপশনটিও রয়েছে।
সেলফিন অ্যাপে ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট খোলাঃ
ইসলামি ব্যাংকের যেকোনো শাখায় অ্যাকাউন্ট খোলার জন্য আমি একটি পূর্ণ পোস্ট দিয়েছি।
আশা করছি এই লিংক থেকে দেখে নিলে আপনিও খোলে ফেলতে পারবেন ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট ঘরে বসেই ২ মিনিটে
সেলফিন অ্যাপে mCash অ্যাকাউন্ট খোলাঃ
“MCash” এ ক্লিক করার পরে আপনাকে অপারেটর নির্বাচন করতে হবে এবং আপনার মোবাইল নাম্বারের শেষে আরেকটি ডিজিট যোগ হবে। সেটি আপনার নিরাপত্তার জন্য। কোথাও আপনার mCash অ্যাকাউন্টের নাম্বারটি শেয়ার করতে হবে যোগকৃত একটি ডিজিট সহ শেয়ার করতে হবে। তাই সেটি দেখে নিন।
এবার আপনাকে “*259#” ডায়াল করে পিন সেট করতে হবে যা ৪ সংখ্যার পিন দিতে হবে। তাহলে আপনার mCash অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। এবং সেটি স্বয়ংক্রিয়ভাবে সেলফিন অ্যাপে ট্যাগ হয়ে যাবে। mCash মোবাইল অ্যাপ ব্যবহার করতে সেটি ডাউনলোড করে প্রথমে রেজিস্ট্রেশান করে নিন ১২ ডিজিটের নাম্বার দিয়ে।
সেলফিন অ্যাপ অ্যাড মানিঃ
সেলফিন অ্যাপে আপনি ৫ ভাবে টাকা যোগ করতে পারবেনঃ
- ইসলামি ব্যাংকের যেকোনো ডেভিড কার্ড থেকে।
- ইসলামি ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে।
- যেকোনো ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট থেকে।
- ইসলামি ব্যাংক এমক্যাশ থেকে।
- অন্যকোনো ব্যাংকের ভিসা/মাস্টার কার্ড এবং ডিনার ক্লাব থেকে।
সেলফিন অ্যাপ থেকে টাকা পাঠানোঃ
- ইসলামি ব্যাংকে টাকা পাঠানো যাবে।
- অন্য যেকোনো ব্যাংকে টাকা পাঠানো যাবে।
- ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তিকে টাকা পাঠানো যাবে (CASH BY CODE)।
- যেকোনো এমক্যাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।
- সেলফিন অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।
- কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠানো যাবে।
সেলফিন অ্যাপ থেকে টাকা উত্তোলনঃ
- কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
- যেকোনো সেলফিন এজেন্ট পয়েন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
সেলফিন অ্যাপে ইসলামি ব্যাংকের কার্ড সহ ফ্রি ভিসা কার্ডঃ
আপনি যখন সেলফিন অ্যাপে রেজিস্ট্রেশান করবেন, তখন আপনার সেলফিন অ্যাপে আপনি একটি ভিসা কার্ড দেখতে পাবেন, সেটি ভার্চুয়্যালি ব্যবহার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্লাটফর্মে।
এছাড়াও আপনার কাছে যদি ইসলামি ব্যাংকের কোনো ডেভিট বা ক্রেডিট কার্ড থেকে থাকে। তাহলে সেটিও “ADD CARD” এ ক্লিক করে ট্যাগ করে ফেলতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। যদিও কার্ড যোগ করার পর আপনাকে 16259 বা 09611016259 নাম্বারে কল দিয়ে নিশ্চিত করে নিতে হবে।
শুধু মাত্র এগুলোই নয় আরো অনেক অনেক সার্ভিস রয়েছে সেলফিন অ্যাপে, যা আপনাকে একটি পূর্ণ ব্যাংকিং সুবিধা দিবে ঘরে বসেই। আপনাকে হ্যাসেল করে ব্রাঞ্চে যেতে হবে না।
যা যা দরকার মনে করেছি, সেগুলো উল্লেখ করেছি, আশা করছি আপনার উপকারে আসবে, যদি আপনার কোথাও কোনো সমস্যা হয় তাহলে নিচের কমেন্টে কমেন্ট করে ফেলুন, আপনাকে সাহায্য করতে পারলে নিজেকে স্বার্থক মনে করবো। আর যদি পোস্টটি অন্য কাউকে শেয়ার করে তাকেও জানাতে চান, তাহলে জানিয়ে দিন শেয়ার করে আপনার বন্ধুদেরকে। ধন্যবাদ