
বাংলাদেশের প্রথম Social Media অ্যাপ হচ্ছে “কথা”। এটির কাজ শুরু হয় ২০১৫ সালে এবং আনুষ্ঠানিক যাত্রা (বিটা ভার্সন) হয় ফেব্রুয়ারি ১২, ২০২০ সালে। এখন পর্যন্ত এটির কাজ চলছে, ইত্যমদ্ধ্যে “কথা” ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন লাখেরও বেশি রয়েছে, যা প্রতিনিয়ত বেড়েই চলছে। কথা শুধু মাত্র একটি Social Media প্লাটফর্ম নয়, এটি একটী লাইফস্টাইল অ্যাপও বটে।
আসুন “কথা” নিয়ে আজকে কথা বলিঃ
প্রথমেই বলে রাখি এটি একটি মোবাইল অ্যাপ ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যাম এবং লাইফস্টাইল অ্যাপ।
মূলত একজন মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু কাজে আসতে পারে, সেগুলো “কথা” অ্যাপ-এ রয়েছে এবং তারা আরো নানান বিষয় সংযোজন করছে। আমাদের দেশীয় অ্যাপ হিসেবে আমরা যা যা করে থাকি সেগুলোর কিছু ওভারভিউ দিচ্ছি।
লাইফস্টাইলঃ
আমাদের চলাফেরাই দরকার যেমন; কেনাকাটা, বিনোদন, নাটক, সিনেমা, খেলাধুলার খবর,অনলাইন গেম, পরিবেশ, চিকিৎসা, ডাক্তার, হাস্পাতালসহ আরো যা কিছু লাগে, সব কিছু এই লাইফস্টাইল ট্যাবে রয়েছে। যার ফলে আপনি একের ভিতর অনেক কিছুই পাচ্ছেন।
ফিডঃ
এই সেকশনটি এক প্রকার ফেইসবুকের নিউজফিডের মতই, ফেইসবুকের ক্ষেত্রে আপনি আপনার ফ্রেডস,লাইক পেজ, গ্রুপ ইত্যাদির স্ট্যাটাস দেখতে পান। ঠিক একই ভাবে “কথা”র ফিড ট্যাবে আপনি নানা জনের পোস্ট দেখতে পাবেন, কোনো কমিউনিটির পোস্ট দেখতে পাবেন। কমিউনিটি নিয়ে নিচে আলোচনা করছি।
ফিডে আপনি একটি পোস্টকে লাইক/রিয়েক্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, আর কমেন্টের জন্য রয়েছে ট্রেন্ডি দারুন দারুন স্টিকারস।
“কথা” তে প্রতিটি স্ট্যাটাস দেওয়ার জন্য আপনি পেয়ে যাবেন স্কোর। আপনি “পাবলিক” ভাবে দৈনিক ১৫ টি স্ট্যাটাস আপলোড করতে পারবেন। আর যদি শুধু মাত্র আপনার ফলোয়ারদের জন্য স্ট্যাটাস আপলোড করেন। তাহলে কোনো লিমিট নেই।
কমিউনিটিঃ
ফেসবুকের গ্রুপের মতই একটি ট্যাব হলো “কমিউনিটি” ট্যাব। তবে এই ট্যাবে একটু পরিবর্তন রয়েছে।
যেমন; কমিউনিটি তে আপনি আপনার পছন্দের একটি নাম দিয়ে কমিউনিটি তৈরি করতে পারবেন, সেটিতে কভাব ইমেজ, প্রোফাইল ইমেজও আপলোড করতে পাবেন।
কমিউনিটি’র একটি সমস্যা হলো; ৫০০ জনের বেশি মেম্বার হওয়া যায় না।
আরেকটি স্পেশাল ফিচারস হলো; সকলের মাঝে চ্যাটিং করা যায়।
গ্রুপঃ
“কথা” তে গ্রুপটি মূলত পাবলিক নয়, কেননা, আপনার গ্রুপ তৈরি করতে পারবেন তাদের সাথেই যাদের নাম্বার আপনার ফোনে রয়েছে “সেভ” আকারে, এবং সে যদি ওই নাম্বার দিয়ে “কথা” তে সাইন আপ করে তাহলেই কেমন মাত্র আপনি তাদের সাথে গ্রুপ করে বা একক ভাবে চ্যাট করতে পারবেন। এখন পর্যন্ত ভয়েজ কল করার সুবিধা রয়েছে, তবে আশা করা যাচ্ছে অতি শীগ্রই ভিডিও কলিং ফিচারস তারা নিয়ে আসবে। বাকি কথা বলছি চ্যাটিং সেকশনে;
চ্যাটিংঃ
হ্যাঁ, “কথা” অ্যাপ দিয়েও আপনি মেসেজিং বা চ্যাটিং করতে পারবেন, তবে এখানে কিছু ভালো ফিচারস রয়েছে, সেগুলো হলোঃ
আপনার নাম্বারটি বা যার সাথে চ্যাট করতে চান তার ফোন নাম্বারটি আপনার ফোনে থাকতে হবে, তাহলেই কেবল মাত্র চ্যাট করা যাবে। চ্যাটিং-এ ভিডিও কলিং ফিচার্স এখনো নিয়ে আসা হয় নি, খুব শীগ্রই নিয়ে আশা হবে আশা করছি।
চ্যাটিং সিকিউরিটিঃ তাদের সাথে ভাষ্য মতে তাদের চ্যাটিং অপশন এখনো End to End Encryption নয়, তাই চ্যাটিংএর নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।যদিও চ্যাটিং-এর পূর্বশর্ত গুলো মাথায় রাখা হলে End to End Encryption এর ব্যপারটা না ভাবলেও চলবে।
কিভাবে “কথা” অ্যাপে সাইনআপ করবেন?
সাইনআপ করে আমার রেফারেল কোড 👇
34bhmcia
copy and paste in “Enter Referral Code”
সাবমিট করলেই কিন্তু পেয়ে যাবেন ৩০ পয়েন্ট।
সাইনআপ করার আগে আরো কিছু ফিচার্সের কথা বলি;
যেমন কথা অ্যাপে রয়েছে “ডার্ক মোড” যা এখন সময়ের দাবি।
আরো চাইলে আপনি অফ করে রাখতে পারবেন আপনার অনলাইনে অ্যাক্টিভ আছেন কি নেই।
রয়েছে নানা ধরনের ‘বেজ’ ফলে আপনি নিজের পরিচয় আরো ভালো ভাবে তুলে ধরতে পারবেন।
সাইনআপ করার জন্য প্রথমেই এই নিচের থেকে ডাউনলোড করে নিন কথা অ্যাপটি আপনার ফোনে,
এর পরে শুধু আপনার নাম্বারটি দিবেন সেখানে ওটিপি আসবে এবং স্বয়ংক্রিয়ভাবে ভেরিফাই করা হবে। এর পরে আপনার নাম, ইমেজ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লাইফস্টাইল অ্যাপ “কথা”।
আশা করছি আপনি উপভোগ করতে পারবেন এই অ্যাপটি, যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করতে ভুলবেন না “কথা” তে।
আরো যদি কাউকে জানাতে চান বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লাইফস্টাইল অ্যাপ “কথা” নিয়ে, তাহলে এখনই শেয়ার করে ফেলুন আপনার বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন থাকলে জানাবেন, ধন্যবাদ।