
বাংলাদেশে অনেক প্রাইভেট ব্যাংক রয়েছে, এর মধ্যে কিছু কিছু ব্যাংক তাদের সেবা গুলো আধুনিকতার দিকে যাচ্ছে।
ফলে এখন ঘরে বসেই অনেক কিছুই করা সম্ভব হচ্ছে, যেতে হচ্ছে না ব্রাঞ্চে।
Online Bank Account Open in BD
আজকে কথা বলবো যেসব ব্যাংক সমূহের ব্রাঞ্চ অথবা এজেন্ট পয়েন্টে না গিয়েই আপনি ঘরে বসেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলতে পারবেন।
- Islami bank
- Social Islami Bank
- First Security Islami Bank
- The City Bank
- IFIC Bank
- Dhaka Bank
- Sonali Bank
- Eastern Bank
- Midland Bank
- Mutual Trust Bank Limited
Online Bank Account Open in BD র জন্য যেসব ডকুমেন্টস গুলো লাগেঃ
- জাতীয় পরিচয় পত্র।
- সেলফি তথা লাইভ ছবি।
- সিগ্ন্যাচার (কিছু কিছু ক্ষেত্রে)।
- একজন নমিনীর তথ্য।
- ই-টিন (ঐচ্ছিক)।
উক্ত ডকুমেন্টস গুলো ছাড়া ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে না। মনে রাখবেন, ডিজিটাল পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলার পরে ব্যাংক চাইলে আপনার কাছ থেকে আরো কিছু তথ্য চাইতে পারে।
প্রয়োজন হলে আপনাকে বাঞ্চে যেতে হতে পারে। আর eKYC এর মাধ্যমে খোলা অ্যাকাউন্ট দিয়ে মাসে ১ লাখ টাকার বেশি লেনদেন করা যাবে না।
১.ইসলামি ব্যাংকঃ
ইসলামি ব্যাংক সেলফিন নাকম একটি মোবাইল ফিনেন্সিয়াল সার্ভিস নিয়ে এসেছে।
এটি ব্যবহার করে আপনি ঘরে বসেই ইসলামি ব্যাংকের সকল সেবা উপভুগ করতে পারবেন।
ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন হবে না।
→ সেলফিন ব্যবহার করুন এই লিংক থেকে।
২. সোশ্যাল ইসলামি ব্যাংকঃ

Social Islami Bank e-Account এখন SIBL NOW অ্যাপে।
আপনি চাইলে ঘরে বসেই এখন সোশ্যাল ইসলামি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন।
এই লিংক থেকে আপনি SIBL NOW অ্যাপটি ইন্সটল করে, আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন।
কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা দেখতে এই লিংকে ক্লিক করুন।
৩. ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকঃ

First Security Islami Bank তাদের অ্যাপ এবং ওয়েবসাইটে নতুন একটি ফিচার্স যোগ করেছে।
যেটির নাম হলো; Freedom.
ফ্রীডম ব্যবহার করে ঘরে বসেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট FSIB এ খোলতে পারবেন অনেক সহজেই।
ফ্রীডম ব্যবহার করা যাবে অ্যাপের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমেও।
→ FSIB Cloud App
→ FSIB Freedom
৪. দি সিটি ব্যাংকঃ

The City Bank এ কিছু দিন আগে তাদের ডিজিটাল অ্যাকাউন্ট ওপেন করার জন্য লঞ্চ করেছে “Ekhoni Account“।
এখুনি অ্যাকাউন্ট ব্যবহার করে ঘরে বসেই যেকোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলা যায়। ফলে সেটি অনেক বেশি উপকারে আসছে গ্রাহকদের।
Ekhoni Account অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা অনেক সহজ, তাই এটা নিয়ে আলাদা ভাবে কোনো কিছু বলার নেই।
তবু যদি আপনারা চান তাহলে নিচের কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিন।
৫. আইএফআইসি ব্যাংকঃ

IFIC Bank ইকেওয়াইসি চালু করেছে বেশ কিছু দিন আগেই, তাদের অনলাইন ফ্লাটফর্মে।
আপনি আপনার ইচ্ছা মত সময়ে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আবেদন করতে পারবেন।
তবে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ ব্যবহার করা হয় নি, আপনি শুধু মাত্র ব্রাউজার ব্যবহার করে আবেদন করতে পারবেন।
৬. ঢাকা ব্যাংক

আপনাদের মধ্যে অনেকেই আছেন, যারা ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার।
প্রায় ১ বছর হয়ে যাচ্ছে ঢাকা ব্যাংক তাদের ইকেওয়াইসি মানে ডিজিটাল পদ্ধতিতে অ্যাকাউন্ট ওপেন করার ফিচার্স নিয়ে এসেছে।
কেউ চাইলে ঘরে বসেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবে এবং নির্ধারিত ব্রাঞ্চ থেকে সেটি নিশ্চিত করা হবে।
আপনার তথ্য গুলো দিয়ে ল্যাপটপ/ডেক্সটপ থেকে অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করুন।
৭. সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের “Sonali Sheba” নামক অ্যাপ লঞ্চ করেছে।
এই অ্যাপ দিয়ে আপনি এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন।
শুধু মাত্র ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করাই শেষ নয়। আরো কাজ করা যাবে, যেমনঃ
ই-পাসপোর্ট ফি জমা দেওয়া, বুয়েট ফি, আয়কর ইত্যাদি দেওয়ার সুযোগ রয়েছে।
৮. ইস্টার্ন ব্যাংক

বেশ কিছু দিন আগেই ইবিএল তাদের ইকেওয়াইসি চালু করেছিলো, কিন্তু সেটি সবার জন্য ব্যবহার করার কোনো অপশন ছিলো না।
তবে সম্প্রতি তারা ডিজিটাল ভাবে অ্যাকাউন্ট ওপেন করাটা সবার জন্যই উন্মুক্ত করে দিয়েছে।
যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে ইবিএল অ্যাকাউন্ট ওপেন করা যায়।
যদিও এটি ব্রাউজার ব্যবহার করে করতে হয়, তবে মোবাইল ব্যবহার করাই উত্তম।
৯. মিডল্যান্ড ব্যাংক

মিডল্যান্ড ব্যাংকে আপনি ডিজিটাল ভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। যেহেতু মিডল্যান্ড ব্যাংকের শাখা সারা বাংলাদেশে তেমন ভাবে নাই।
তাই হয়ত অনেকেই চিনেন না, আর যারা চিনেন তাদের ব্যপারে বলার কিছু নাই।
যারা এখন পর্যন্ত জানতেন না তারা জেনেছেন আশা করছি।
অ্যাকাউন্ট ওপেন করলে আপনি ফ্রী ডেভিড কার্ড পাবেন সারা জিবনের জন্য। যাদের আশে পাশে শাখা রয়েছে। তারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন।
১০. মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

Mutual Trust Bank তাদের নতুন সার্ভিস “MEasy” নিয়ে এসেছে।
এমইজি দিয়ে ঘরে বসেই আপনি মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সব ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন।
আপনি আপনার প্রয়োজন মত অ্যাকাউন্ট নির্বাচন করে সেটি ওপেন করতে পারবেন।
তবে আপনার জন্য যেটা ভালো হবে সেটি নির্বাচন করবেন।
শেষ কথাঃ
এখানে শুধু মাত্র ১০ টি ব্যাংকের কথা বলা হয়েছে, যেগুলো ইন্টারনেটের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করা যায়।
কিন্তু প্রতিনিয়ই বাংলাদেশের ব্যাংক গুলো তাদের ইকেওয়াইসি সার্ভিস নিয়ে আসছে।
তাই নয়ত কিছু ব্যাংক এখানে আলোচনায় আসে নি। ইংশাল্লাহ আসবে।
আর এখানে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করা দেখানো হয় নি।
কেননা আপনারা অনেকেই প্রায় এসব জানেন যে কিভাবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়।
তাই এখানে শুধু দেখানো হয়েছে কোন কোন ব্যাংক eKYC চালু করেছে।
আশা করছি আপনি বুঝতে পেরেছেন এই পোস্টটের উদ্দেশ্য কি।
ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে পড়ার জন্য। বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলুন।