
পেওনার Payoneer Account Registration করে আপনি চাইলেই ২৫ডলার (25$) পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে ১০০০ ডলার লেনদেন করা থাকতে হবে, তবে আপনার জীবনদশ্যায় ১০০০ ডলার লেনদেন হওয়াটা খুবই স্বাভাবিক। আর আপনি যেহেতু পেওনারের লিখা দেখে পড়তে এসেছেন , তাহলে আপনার ইন্টারনেটে কাজ আছে বলেই আমি ধরে নিচ্ছি। এছাড়া আপনি এমনিতে যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে কিন্তু আপনি এই ২৫ডলার (25$ Payoneer Bonus) টা পাবেন না। কিন্তু হয়ত আপনার ১০০০ ডলার লেনদেন হয়ে যাবে, তাহলে একটু কষ্ট করে এই লিংক থেকে করে ফেললেই আপনি পেয়ে যাবেন (25$ payoneer bonus). তাহলে এখনি পড়ে ফেলুন এই পোস্টটি।
Payoneer Account Registration এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
- স্মার্ট এনআইডি কার্ড ( Smart NID Card ) / পাসপোর্ট ( Passport ) / ড্রাইভিং লাইসেন্স (Driving License).
- বাংলাদেশি ব্যাংক ডকুমেন্টস
ধাপ-১ঃ এই লিংক থেকে 25$ Payoneer Bonus থেকে ক্লিক করে চলে যান পেওনারের মেইন ইন্টারফেসে। “Sign Up & Earn $25*” এই বাটনে ক্লিক করুন এবং পরে আপনি নিচের ফর্মটির মত করে আপনার পেশা মুতাবেগ পূরন করুন;
ধাপ-৩ঃ আপনার অ্যাকাউন্ট এর ধরন নির্বাচন করুন, আপনি কি কি করেন এবং আপনার টাকা কিসের জন্য আসবে সেটি নির্বাচন করুন। নির্বাচন করার সাথে সাথেই আপনাকে নিয়ে যাওয়া হবে “Register” পেইজে এবং সেখান থেকে “Register” এ ক্লিক করুন।
ধাপ-৪ঃ “Register” এ ক্লিক করুন এবং আপনার (NID/Passport/Driving License) অনুযায়ী আপনার
- নামের প্রথম অংশ ইংরেজিতে লিখুন, বড় হাতের অক্ষর হলে ভালো হয় (যেমনঃ MD AKRAM).
- নামের শেষের অংশ লিখুন (যেমনঃ HOSSAIN)।
- একটি ভেলিড (Valid Email) ইমেইল অ্যাড্রেস দিন। পর পর ২ বার সেটি দিন।
- আপনার (NID/Passport/Driving License) অনুযায়ী জন্মতারিখ লিখুন।
“NEXT” এ ক্লিক করুন।
ধাপ-৫ঃ আপনার কন্টাক্ট ডিটেইলস দিন। যেমন
- আপনার গ্রাম/পোস্ট অফিস/ পোস্ট কোড/ জেলা/উপজেলা।
- আপনার নাম্বার দিন, এবং “Send Code” এ ক্লিক করুন, আপনার ফোনে ওটিপি আসবে সেটি বসিয়ে ভেরিফাই করুন।
ধাপ-৬ঃ
- আপনার নির্দিষ্ট পাসওয়ার্ড পছন্দ করুন এবং সেটি ২ বার ব্যবহার করুন।
- সিকিউরিটি প্রশ্ন বাছাই করুন এবং সেটির উত্তর লিখুন। মনে রাখবেন অনেক সময় এটি দরকার পরতে পারে। তাই সংরক্ষণ করুন।
- আপনার (NID/Passport/Driving License) অনুযায়ী সেটির নাম্বার লিখুন।
- নিচের ভেরিফিকেশন ক্যাপচা কোডটি ভালো করে উপরের খালি বক্সে বসান।
ধাপ-৭ঃ আপনার অ্যাকাউন্ট এর ধরন বাছাই করুন, এসব আপনার অ্যাকাউন্ট এর কারেন্সি বা মূদ্রা নির্বাচন করুন।
আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য দিন।
মনে রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর নাম এবং পেওনারের দেওয়া নাম একই হতে হবে। তাই সে অনুযায়ী পূরন করুন। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে এখনি দেখে আসুন কিভাবে ঘরে বসেই খুলে ফেলবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট। এই লিংক থেকে।
যদি সব কিছু ঠিক থাকে, তাহলে “Terms and Conditions” এ ক্লিক করে “Sumbit” বাটনে ক্লিক করুন।
এবার আপনার অ্যাপ্লিকেশানটি রিভিউ করা হবে। কয়েক মিনিটের মধ্যেই আপনি মেইল পাবেন এবং লগিন করে আপনার এনআইডি কার্ড এর তথ্য সাবমিট করুন। এবং ব্যবহার করুন আপনার পেওনার অ্যাকাউন্ট।
আরো কিছু কথা!
এখানে শুধু মাত্র পেওনারের অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন সেটি দেখানো হয়েছে যা অত্যন্ত সহজ একটি কাজ, কিন্তু এর থেকেও বড় একটি কাজ এখানো বাকি রয়েছে, তা হলো পেওনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন। আর সেটি নিয়ে একটি সম্পূর্ন পোস্ট রয়েছে, যদি কেউ এখনো পেওনার অ্যাকাউন্ট ভেরিফাই না করতে পারবেন, বা কোনো সমস্যা হয়েছে, তাহলে এখনি এই পোস্টটি পড়ে দেখতে পারবেন এখানে ক্লিক করে।
যদি মনে করেন এই পোস্টটি পরে আপনার উপকার হয়েছে, তাহলে অবশ্যই পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন। অনেক অনেক ধন্যবাদ।
subida jonok boch
Thank you so much