
আপনি যদি ইতিমধ্যে পেওনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশান করে থাকেন, তাহলে এখন আপনি নিচের স্টেপ গুলো ফলো করে আপনার পেওনার অ্যাকাউন্টটি এখনই ভেরিফাই করে ফেলতে পারবেন।
যদি এখনো পেওনার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটি না জেনে থাকেন তাহলে এই লিংক থেকে দেখে আসুন কিভাবে পেওনার অ্যাকাউন্ট করতে হয়, সাথে পেয়ে যাবেন ২৫$ বোনাস।শর্ত সাপেক্ষে
যা লাগবে ভেরিফিকেশনের জন্যঃ
- এনআইডি কার্ড (NID card) / পাসপোর্ট (Passport) / ড্রাভিং লাইসেন্স (Diving License)
Payoneer Account Verification :
উপরের ৩টির যেকোনো একটি হলেই আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন আপনার পেওনার অ্যাকাউন্ট।
ধাপ-১ঃ প্রথমে আপনার পেওনার অ্যাকাউন্টে লগিন করুন। সেখানে আপনি নিচের ছবিটির মত একটি পেজ দেখতে পাবেন। সেখান থেকে “SUBMIT NOW” বাটনে ক্লিক করুন।
ধাপ-২.১ঃ নিচের ছবিটি ভালো ভাবে লক্ষ্য করুন, এখানে আপনার কাছে ২টি তথ্য চাওয়া হবে, কারো কারো ক্ষেত্রে বেশিও চাইতে পারে, সেটা সম্পূর্ন পেওনারের ব্যপার। তবে স্বাভাবিক ভাবে ২টি তথ্যই তারা চায়। তাহলে প্রথমে (১) চিহ্নিত সেকশনে ক্লিক করুন এবং নিচের ধাপ অনুসরন করুন।
ধাপ-২.২ঃ এই ধাপে আপনাকে আপনার কাজের কিছু বর্ণনা দিতে হবে, যেমন আপনি কি কাজ করেন, কোথায় কাজ করেন, আপনাকে কেন লেনদেন করবেন, ইত্যাদি কিছু তথ্য দিতে হবে।
- আপনি কোন ক্যাটেগরিতে কাজ করুন সেটি নির্বাচন করুন;
- আপনার কাজের ধরন নির্বাচন করুন;
- আপনি যেই ওয়েবসাইটে কাজ করেন, সেটির লিংক দিন; (যেমনঃ fiverr.com)
- আপনার সাথে উক্ত ওয়েবসাইটের সম্পর্ক কি? (যেমনঃ Seller)
- এখানে আপনি কিছু বিস্তারিত লিখুন যে, উক্ত ওয়েবসাইট থেকে আপনাকে কেন টাকা দিবে।
এগুলো লিখা শেষ হলে আপনি “SUBMIT” বাটনে ক্লিক করে সাবমিট করে ফেলুন।
ধাপ-২.৩ঃ আবার আপনি Setting>Verification Center>Required এ গিয়ে দেখতে পাবেন “Account Verification” নামক একটি অপশন আছে, সেটি তে ক্লিক করুন, এবং সেখানে আপনি আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশান করার সময় দেওয়া এনআইডি/ড্রাভিং লাইসেন্স/পাসপোর্ট টির ছবি তুলে সাবমিট করুন।
সতর্কতাঃ এনআইডি/ড্রাভিং লাইসেন্স/পাসপোর্ট এসবের ছবি একদম ক্লিয়ার এবং ফ্ল্যাশ ছাড়া তুলবেন। মনে রাখবেন কোনো ক্রপ করা ছবি তারা গ্রহন করবে না। আর এডিট করা যাবে না। তাই যথা সম্ভব ভালো ক্যামেরা দিয়ে তুলার চেষ্টা করবেন। এর পরে সেটি আপলোড করবেন।
ধাপ-৩ঃ আপনার সব কিছু সঠিক ভাবে জমা দেওয়া শেষ হয়ে থাকলে, কিছুক্ষনের মধ্যেই আপনি আপনার মেইলে পাবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে কিনা।
আশা করছি এই পোস্টটি পরে আপনি আপনার পেওনার অ্যাকাউন্ট খুব সাচ্ছন্দেই ভেরিফাই করতে ফেলেছেন, যদি এই পোস্টটি ভালো লাগে এবং মনে হয় যে আপনার বন্ধু বান্ধবদের কে শেয়ার করা উচিৎ। তাহলে এখনই শেয়ার করে ফেলুন। ধন্যবাদ