সোনালী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর (Sonali Bank E Wallet)

sonali bank e wallet

সোনালী ব্যাংক তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক নতুন প্রযুক্তির অধ্যায়।
Sonali Bank e Wallet.
যা এখন প্রায় সকল ব্যাংক দিয়ে আসছে। তবে তাদের সম্ভাবনার দোয়ার একটু বেশিই প্রসস্থ।
ব্যাংকিং সুবিধার ক্ষেত্রে একটি সরকারী ব্যাংক হিসেবে সোলানী ব্যাংক কখনোই পিছিয়ে নেই।
ফলে তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে গ্রাহকদের নতুন নতুন সেবা দেওয়ার জন্য।

যে ১০ টি ব্যাংক অ্যাকাউন্ট  ঘরে বসেই খোলা যাবেঃ 
→ ক্লিক করুন 

আর তাই তারা নিয়ে এসেছে তাদের নতুন অ্যাপ Sonali E-Wallet.
যাদের সোনালী ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন
আপনার যদি ইতিমধ্যে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে। তাহলে আপনি উপরের লিংক থেকে নিজের একটি সোনালী ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিন।

আপনার যদি সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে চলুন দেখি আপনি কি কি সুবিধা পাবেন Sonali E Wallet এ।

সোনালী ব্যাংক ই-ওয়ালেট ফিচার্স সমূহঃ

  • ওয়ালেটে অ্যাড মানি।
  • ব্যাংক ডিপোজিট করতে পারবেন ওয়ালেট থেকে।
  • সেন্ড মানি;
    • ওয়ালেট থেকে অন্যান্য ব্যাংকে সেন্ড মানি।
    • ব্যাংক অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংকে সেন্ড মানি।
    • ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্যান্য ব্যাংকে সেন্ড মানি।
    • অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে সেন্ড মানি।
  • BEFTN পদ্ধতি ব্যবহার করে অন্যান্য ব্যাংকে ফাউন্ড ট্রান্সফার।
  • মোবাইল রিচার্জ
  • সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড সংযোগ।
  • ক্রেডিট কার্ড বিল পরিশোধ (সোনালী ব্যাংক)।
  • বিল পেমেন্ট।
  • ব্যাংক স্ট্যাটমেন্ট দেখা।

তাদের ভাষ্যমতে দিনে দিনে আরো ফিচারস যুক্ত করা হবে Sonali e Wallet এ।
সুতরাং আরো বেশি সুবিধা পাওয়া যাবে এই অ্যাপ দিয়ে।

উদীয়মান ফিচার্স সমূহঃ

  • টিকিট কিনা।
  • শপিং
  • ফি’স
  • রেমিটেন্স
  • এলাউন্স
  • ই-স্ট্যাটমেন্ট সহ ইত্যাদি।

উক্ত সুবিধা গুলো পেতে হলে আপনাকে প্রথমেই Sonali Bank E Wallet এ রেজিস্ট্রেশান করতে হবে।
রেজিস্ট্রেশান প্রক্রিয়া তেমন কঠিন নয়। নিচের ধাপ গুলো অনুসরণ করে আপনি নিজে নিজেই সোনালী ই-ওয়ালেট ব্যবহার করতে পারবেন।

Sonali Bank E Wallet Registration:

ডাউনলোড করুন ই-ওয়ালেট
প্রথমেই ডাউনলোড করে নিন Sonali Bank E Wallet গুগল প্লে স্টোর থেকে।
১। অ্যাপটি ওপেন করে “Tab To Continue” বাটনে ক্লিক করুন এবং পরবর্তি পেজে “Register” এ ক্লিক করুন।
২। আপনার সামনে যেই ফর্মটি আসবে সেটি পূরণ করুন যথাযত তথ্য দিয়ে;

  • রেজিস্ট্রেশান ফর্ম ফিলআপ;
    • নাম লিখুন ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল রেখে।
    • ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল ফোন নাম্বার দিন।
    • ১৩ সংখ্যার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিন।
    • এনআইডি কার্ড নাম্বার দিন।
    • একটি ব্যবহৃত ইমেইল দিন।
    • জন্ম তারিখ নির্বাচন করুন।
    • সর্বোনিম্ন ৬ সংখ্যার পিন নাম্বার দিন।
    • আবার একই পিন দিন।
    • Submit” বাটনে ক্লিক করুন।

৩। এখানে আপনি আপনার সকল তথ্য দেখতে পাবেন। আপনার ফোন নাম্বারে ৬ সংখ্যার একটি কোড আসবে। সেটি বসিয়ে “Submit” বাটনে ক্লিক করুন।

৪। “Submit” বাটনে ক্লিক করার পরে আপনাকে একটি পপআপ দিয়ে বলা হবে আপনার রেজিস্ট্রেশান টি গ্রহন হয়েছে।
আপনাকে ৭২ ঘন্টা অপেক্ষা করার জন্য বলা হবে। (যদিও এত সময় লাগে না)।
আপনাকে এসএমএস এর মাধ্যমে বলা হবে ব্রাঞ্চে যোগাযোগ করার জন্য। তবে ব্রাঞ্চে যোগাযোগ না করলেও চলবে।
৭২ ঘন্টা পরেও যদি অ্যাক্টিভ না হয় তাহলে ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে।
এছাড়া যদি অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

৫। আপনি আবার আপনার ব্যবহৃত ফোন নাম্বার এবং রেজিস্ট্রেশান করার জন্য দেওয়া পিন নাম্বার দিয়ে লগিন করুন।

হুররা… হয়ে গেলো আপনার Sonali Bank E Wallet Registration.

আশা করছি এখন আপনি আপনার ব্যাংকিং সেবা গ্রহন করতে পারবেন সোনালী ব্যাংক ই ওয়ালেট দিয়েই।

 

Sonali Bank E Wallet নিয়ে সচরাচর জিজ্ঞাসাঃ

ই-ওয়ালেট দিয়ে কি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে?

না! আপনি ই-ওয়ালেট দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলতে পারবেন না। যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলতে চান তাহলে এই পোস্টটি দেখুন।

অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বা সোনালী ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কি ই-ওয়ালেট ব্যবহার করতে পারবো?

না! ই-ওয়ালেট ব্যবহার করার জন্য সোনালী ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক।

আমি সব কিছু ঠিকঠাক দিয়েছি। তবু এর-র দেখাচ্ছে। কি করবো?

আপনার ইন্টারনেট কানেকশান চেক করুন। আবার নতুন করে অ্যাপটি ওপেন করুন।

আমার ১৩ সংখ্যার ব্যাংক নাম্বার নাই, আমি কি করবো?

আপনি আপনার ব্রাঞ্চে যোগাযোগ করুন। তাহলেই আপনাকে ১৩ সংখ্যার ব্যাংক নাম্বার দিয়ে দিবে।

আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করুন।
ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ।

 

Related Keyword,

sonali e wallet helpline number
sonali e wallet download
sonali e wallet app
sonali e wallet for pc
sonali e wallet bd
sonali e wallet charge
e wallet in bangladesh
sonali bank e wallet problem

sonali bank e wallet helpline
sonali bank e wallet registration
sonali bank e wallet problem
sonali e wallet login
sonali bank e wallet app download
sonali bank e wallet charge
sonali bank e wallet to bkash
sonali bank e wallet beftn

You May Also Like

About the Author: infotalkbdcom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *