Top 10 Hosting Company In BD – [User experience]

top 10 hosting company in bd

প্রতিটা ওয়েবসাইট তৈরি করার পিছনে সব থেকে বেশি যে জিনিসটি প্রয়োজন হয়, তা হলো; ডোমেইন এবং হোস্টিং
আজকের আলোচনা মূলত Top 10 Hosting Company In BDনিয়েই।
কেননা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভালো কোনো কোম্পানি পাচ্ছেন না ডোমেইন হোস্টিং ক্রয় করার জন্য।

আজকের আলোচনা শধুমাত্র বাংলাদেশি কিছু কোম্পানি নিয়েই করবো। অন্য কোনো বিদেশি কোম্পানি নিয়ে আলোচনা করবো না।
আমাদের ওয়েবসাইট তৈরি মূল মন্ত্র হচ্ছে একটি ডোমেইন এবং ডোমেইনটাকে পরিচালনা করার জন্য একটি ভালো মানের হোস্টিং।
হোস্টিং হলেই হবে না, একেবারেই ভালো হোস্টিং হতে হবে। বাংলাদেশে এমন বেশ কয়েকটি প্রোভাইডার রয়েছে।
যারা ভালো মানের সার্ভিস দিয়ে থাকে।

Top 10 Hosting Company In BD Lists:

  1. Hostever
  2. Dianahost
  3. EBN Host
  4. WebHostBD
  5. ExonHost
  6. MyLightHost [Hosting Heaven]
  7. HostMight
  8. CentrioHost
  9. ZHost
  10. ITHostBD

1. HostEver

বাংলাদেশে তাদের অনেক গ্রাহক রয়েছে। তালিকায় তাদেরকে প্রথমেই রাখা হয়েছে কারন তাদের বেশ কিছু ভালো দিক রয়েছে।
যেমন আপনি চাইলে তাদের কাছ থেকে আপনার সাধ্য মত হোস্টিং ক্রয় করতে পারেন।
আপনি যদি একেবারেই বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনার জন্যও তাদের কাছে রয়েছে ভালো মানের হোস্টিং।
তারা আপনাকে সিপ্যানেল দিয়ে দিবে ব্যবহার করার জন্য।
এসব সুবিধা সহ তাদের কাছে বেশ কিছু প্যাকেজ রয়েছে।

যেমনঃ

  • Budget Linux Shared Hosting
  • Advanced Linux Shared Hosting
  • Budget BDIX Shared Hosting
  • Advanced BDIX Shared Hosting
  • WordPress Hosting

ইত্যাদি রিসেলার হোস্টিং সহ আরো অনেক প্যাকেজ রয়েছে।
এমনকি আপনি তাদের কাছ থেকে Windows হোস্টিংও পেয়ে যাবেন।
তাদের কাছে আপনি সার্ভার পাবেন যেগুলোঃ

  • Managed Virtual Server
  • Unmanaged Linux VPS
  • BDIX VPS/ Cloud Hosting
  • Windows Cloud VPS
  • Dedicated Servers
  • Managed Dedicated Servers

(.com.bd) এবং (.bd) ডোমেইন এখান থেকে কিনতে পারবেন

ডোমেইন ক্রয় করার ক্ষেত্রে আপনি তাদের কাছে সল্প মূল্যে ক্রয় করতে পারেন। যেহেতু ডোমেইনের দর উঠানামা করে,
তাই অনুরোধ থাকলো তাদের ওয়েবসাইট থেকে সর্বশেষ দর দেখে নিন।

পেমেন্ট ম্যাথডঃ
বাংলাদেশের লোকাল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সহ অন্যান্য আন্তর্জাতিক পেমেন্ট মাধ্যমেও তারা টাকা নিয়ে থাকে।
তাই আপনি চাইলে বিকাশ, রকেট, আইপে, নেক্সাস পে, আমেরিকান এক্সপ্রেস, মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং পেপাল দিয়েও তাদের সার্ভিস গুলো ক্রয় করতে পারেন।

→ HostEver Domain & Hosting

2. Dianahost (Recommend for Beginners)

আমার পছন্দের তালিকায় ২য় নাম্বারে রয়েছে ডায়ানাহোস্ট। আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রথম তাদের কাছ থেকেই কিনেছিলাম ডোমেইন হোস্টিং।
তাদের সেবা এক কথায় অসাধারন। তারা তাদের গ্রাহকের প্রতি এক দায়িত্বশীল আচরণ করেন, ফলে আপনার সার্ভিস নিয়ে কোনো সমস্যা হলে আপনি তাদের কাছ থেকে খুব দ্রুত সেবা পেয়ে যাবেন।
ডোমেইন রেজিস্ট্রেশান সহ তাদের রয়েছে হোস্টিং সেবা।

তাদের যেসব হোস্টিং সেবা রয়েছে তার মধ্যে কিছু অন্যতম সেবা হলোঃ

  • Web Hosting
  • BDIX Web Hosting
  • Cheap Shared Hosting
  • Premium Web Hosting
  • Corporate Web Hosting
  • Reseller Hosting

এছাড়াও আরো প্রিমিয়াম কোয়ালিটির হোস্টিং তাদের কাছে আপনি পাবেন। এমনকি তারা Dedicated Server সেবা দিয়ে থাকে।
তাদের ডোমেইন হোস্টিং ছাড়াও আরো বেশ কিছু সার্ভিস রয়েছে যা আপনার অনলাইন ক্যারিয়ারে কাজে আসবে।

যারা একেবারেই নতুন শুরু করতে চাচ্ছেন শিখার জন্য, তাদের জন্য ডায়ানাহোস্ট একদম সঠিক হবে। কারন তাদের কাছে খুব কম মূল্যে ডোমেইন হোস্টিং পাওয়া যায়।

যেমনঃ

  • Masking SMS
  • Non Masking SMS
  • Bulk SMS Service

পেমেন্ট ম্যাথডঃ
পেমেন্ট ম্যাথড হিসেবে তারা বাংলাদেশের সকল পেমেন্টই গ্রহন করে থাকে, তাই আপনি আপনার পছন্দ মত যেকোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
যেমন বিকাশ, নগদ, রকেট, ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড সহ সকল মাধ্যম দিয়েই আপনি টাকা পরিশোধ করতে পারবেন।

→ Dianahost Domain & Hosting

3. EBN Host

তারা একছত্র ভাবে শুধু মাত্র ডোমেইন এবং হোস্টিং সার্ভিস দিয়ে থাকে, তাদের কাছে আপনি হোস্টিং সার্ভিস টি অনেক ভালো পাবেন।
ডোমেইনের ক্ষেত্রে তাদের কাছে বেশ কিছু TLD (Top Level Domain) রয়েছে, কিন্তু তারা হোস্টিং প্যাকেজের ক্ষেত্রে অনেক বেশি ভাগ করে সুবিধা দিয়েছে।

যেমন আপনি যদি প্রোফেশনাল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য প্রোফেশনাল প্যাকেজ রয়েছে, আবার প্রোফেশনাল প্যাকেজের মধ্যেও আপনার সাধ্য মত অনেক ভাগ করা আছে।
আপনি আপনার ইচ্ছানুয়ী হোস্টিং কিনতে পারবেন।
প্রোফেশনাল হোস্টিং ছাড়াও তাদের কাছে অনেক ক্যাটাগরির হোস্টিং প্যাকেজ রয়েছে যার ফলে প্রায় সবাই তাদের দরকারি হোস্টিং প্যাকেজটি কিনতে পারবে।

যেমনঃ

  • Web Hosting
  • Reseller Hosting
  • Mini Reseller Hosting
  • VPS Server
  • Dedicated Server

EBN Host বাংলাদেশে তাদের সার্ভিস ভালো ভাবেই দিয়ে যাচ্ছে, যাদের বাজেট একটু বেশি এবং চাচ্ছেন ভালো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য তাদের জন্য EBN Host ভালো হবে।

তাদের “Free Domain Plan” প্যাকেজে (.com) ডোমেইন ফ্রী দেওয়া হচ্ছে।

পেমেন্ট ম্যাথডঃ
অন্যান্য ওয়েবসাইট গুলোর মতই EBN Host তাদের পেমেন্ট ম্যাথড হিসেবে ডিজিটাল পেমেন্ট গ্রহন করে থাকে, তাই আপনি আপনার পছন্দ মত যেকোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
যেমন বিকাশ, নগদ, রকেট, ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড সহ সকল মাধ্যম দিয়েই আপনি টাকা পরিশোধ করতে পারবেন।

→ EBN Host Domain & Hosting

4. WebHostBD

EBN Host এর মতই সেবা রয়েছে WebHostBD তে, আপনি EBN Host এ যেসব সার্ভিস পাবেন, এখানেও তেমন সার্ভিস পাবেন, তবে ডোমেইন হোস্টিং দর কম বেশি হতে পারে।
তুলনা মূলক ভাবে WebHostBD তে ডোমেইন হোস্টিং-এর দরটা একটু বেশি হয়ে থাকে।
তবে তাদের সেবার মান যথেষ্ট ভালো, ফলে আপনার টাকা বিফলে যাবে না আশা করা যায়।
তাদের কাছ থেকে আপনি যদি হোস্টিং কিনতে চান তাহলে বেশ কয়েক ধরনের হোস্টিং দেখতে পাবেন।
যেমনঃ

  • Web Hosting
  • Premium Hosting
  • Reseller Hosting
  • VPS Unmanaged Server
  • VPS Managed Server
  • Dedicated Server

তাদের কাছে আপনি উপরে উল্লেখিত হোস্টিং সার্ভিস গুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী হোস্টিং ক্রয় করতে পারবেন।
তারা ডোমেইন হোস্টিং সেবার পাশাপাশি Web Design সার্ভিসও দিয়ে থাকে।

পেমেন্ট ম্যাথডঃ
আপনি অর্ডার কনফার্ম করার পরে, তারা আপনাকে একটি ইউনিক আইডি দেওয়া হবে, সেই আইডি দিয়ে আপনি তাদের উল্লেকিত নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করবেন।
তবে সেখানেও আপনি বিকাশ/রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন। সাধারন পেমেন্টের মতই। তাই এটা একেবারে আহামরি কিছু নয়। আশা করছি আপনি বিষয়টি নিয়ে অবগত আছেন।

→ WebHostBD Domain & Hosting

5. Exon Host

অন্যান্য হোস্টিং কোম্পানি গুলোর মত তারা ডোমেইন হোস্টিং ব্যতীত এত বেশি কিছু সার্ভিস দেয় না। বাংলাদেশের হোস্টিং স্পীডের দিক দিয়ে ExonHost ৫ (পাঁচ) নাম্বারে থাকবে।
তাদের কাছে আপনি এক্সট্রা সার্ভিস হিসেবে ইমেইল হোস্টিং পেয়ে যাবেন।
তাদের হোস্টিং প্যাকেজে ৪ (চার) টি ক্যাটাগরি রয়েছেঃ

  1. Web Hosting
  2. Turbo Hosting
  3. BDIX Hosting
  4. Reseller Hosting

সার্ভারের ক্ষেত্রে বাকি সবার মতই ২ (দুই) টি ক্যাটাগরি রয়েছেঃ

  1. Virtual Server (VPS)
  2. Dedicated Server

অন্যান্য হোস্টিং প্রোভাইডার গুলোর থেকে তারা একটু বেশিই চার্জ করে থাকে তাদের হোস্টিং প্যাকেজে। তবে তাদের প্যাকেজের মান ভালো। তাই চার্জ একটু বেশি।
আশা করছি আপনারা কোয়ালিটি চান। তাই টাকা সমস্যা হবে না।

পেমেন্ট ম্যাথডঃ
তাদের রয়েছে ডিজিটাল পেমেন্ট মেথড, ফলে আপনি বিকাশ দিতেই তাদের বিল পে করতে পারবেন। এছাড়াও রয়েছে পেপাল, ডিস্কভার, ভিসা, স্ট্রিপ, আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি।

→ ExonHost Domain & Hosting

6. MyLightHost

প্রথমেই বলে রাখি, মাইলাইটহোস্ট(MyLightHost) হচ্ছে হোস্টিং জগতের একটি বিশ্ব। বিশ্বাস হচ্ছে না?
তাহলে চলুন আলোচনা করেই বলা যাক যে, কেন MyLightHost কে আমি বলেছি হোস্টিং-এর বিশ্ব।
এর কারন হচ্ছে তারা তাদের হোস্টিং গুলোকে প্রথমে একটি ক্যাটাগরিতে ভাগ করেছে।
যেমনঃ

  • Web Hosting
  • Cloud
  • Reseller
  • VPS
  • Dedicated

উপরের উল্লেখিত ক্যাটাগরি গুলোতে তারা শুধু মাত্র ভাগ করেছে তাদের হোস্টিং প্যাকেজ গুলো। কিন্তু এর মধ্যে তারা আরো কিছু সাব-ক্যাটাগরি রেখেছে।
সাব-ক্যাটাগরি গুলো হলোঃ

  • Web Hosting –
    • UK- Europe Hosting
    • USA Hosting
    • Clustered Hosting
  • Cloud –
    • Cloud Server
    • VPS Server
    • Reseller
  • Resellers –
    • USA Reseller
    • Germany Reseller
    • UK-Europe Reseller
    • Netherland Reseller
    • Australia Reseller
    • Brazil Reseller
    • Japan Reseller
    • South Africa Reseller
    • Singapore Reseller
    • Hong Kong Reseller
  • VPS –
    • KVM VPS Server
    • Windows VPS Server
    • UK cPanel Server
  • Dedicated –
    • France Dedicated Server
    • USA Dedicated Server
    • Germany Dedicated Server
    • UK Dedicated Server
    • Singapore Server
    • Bidding Dedicated

আশা করছি বুঝতেই পারছেন যে কত গুলো প্যাকেজ রয়েছে তাদের কাছে। আপনি আপনার পছন্দের প্যাকেজটি বেছে নিন।
উপরে উল্লেখিত হোস্টিং গুলো ছাড়াও তারা কম মূল্যে ডোমেইন দিয়ে থাকে।

পেমেন্ট ম্যাথডঃ
যেহেতু তারা বাংলাদেশি কোম্পানি তাই আপনি বাংলাদেশি জনপ্রিয় কিছু ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের পাশাপাশি ইন্টারন্যাশনাল ডেবিট/ক্রেডিট কার্ড,পেপাল, দিয়ে পে করতে পারবেন।
এছাড়া বিকাশ, রকেট তো থাকছেই।

→ MyLightHost Domain & Hosting

7. HostMight

২০২১ সাল উপলক্ষে HostMight এ রয়েছে ৫০% ছাড়

২০১০ সালে শুরু করা কোম্পানি টি ছিলো “One IT BD” নামে, পরবর্তিতে “HostMight” নামে নাম করণ করা হয়।
ডোমেইন হোস্টিং এর পাশা পাশি বেশ কিছু সার্ভিস তারা দিয়ে থাকে।
যেমনঃ

  • Website Creation
  • Software License
  • G Suite By Google

(.BD) ডোমেইন কিনতে পারবেন HostMight থেকে।

এগুলো বাদে তাদের রয়েছে বেশ কিছু হোস্টিং প্যাকেজ যা কিনা সকল প্রকার ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।
বিশেষ করে তাদের রয়েছে ওয়ার্ডপ্রেস হোস্টিং। যদিও অন্যান্য প্রোভাইডাদেরও রয়েছে ওয়ার্ডপ্রেস হোস্টিং।
তাদের হোস্টিং গুলো প্রধানত চার (৪) টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছেঃ

  • Web Hosting
  • WordPress
  • Cloud
  • Servers

এই ক্যাটাগরি গুলোর আবার সাব ক্যাটাগরি রয়েছে, যা কিনা বিগিনার থেকে প্রোফেশনাল লেভেল পর্যন্ত কাজ করার উপযোগী।

  • Web Hosting –
    • Affordable SSD Web Hosting
    • SSD Web Hosting
    • SSD Reseller Hosting cPanel/WHM
    • Managed WordPress Hosting
  • WordPress –
    • Cloud Hosting
  • Cloud –
    • Managed DigitalOcean
    • Amazon Cloud
    • WordPress Cloud
  • Servers –
    • Managed Cloud VPS
    • Self-Managed Cloud VPS
    • Managed Dedicated Server
    • Self Managed Dedicated Server

আশা করছি হোস্ট মাইটের এসব হোস্টিং প্যাকেজ গুলো দেখে আপনি বুঝে গিয়েছেন যে তাদের হোস্টিং প্যাকেজ গুলোর ধরন গুলো কেমন হবে।

পেমেন্ট ম্যাথডঃ
ডিজিটাল পেমেন্ট ম্যাথড হিসেবে তারা বিকাশ, রকেট, নেক্সাস পে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি পেমেন্ট ম্যাথড গ্রহন করে থাকে।

→ HostMight Domain & Hosting

8. CentrioHost

UK Based একটি হোস্টিং প্রোভাইডার কোম্পানি হচ্ছে CentrioHost । তবে বাংলাদেশের তাদের কর্পোরেট অফিস রয়েছে।
তারা মূলত ২০০৮ সাল থেকে তাদের সার্ভিস দিয়ে আসছে। তাদের সার্ভিগ গুলোর মধ্যে হোস্টিং সার্ভিস গুলো অন্যতম।
আপনি যদি তাদের সাইটে লক্ষ্য করেন তাহল দেখতে পাবেন তিন (৩) ধরনের হোস্টিং ক্যাটাগরি রয়েছে।

  • Web Hosting
  • Reseller Hosting
  • VM Server Hosting

এই ক্যাটাগরির মধ্যে অনেক গুলো সাব-ক্যাটাগরি রয়েছে।
যেমনঃ

  • Web Hosting –
    • Shared Web Hosting
    • Tomcat JSP Hosting
    • WordPress Hosting
    • Joomla Hosting
    • E-Commerce Hosting
    • Windows Hosting
    • Dedicated Hosting
  • Reseller Hosting –
    • Master Reseller Hosting
    • Alpha Reseller Hosting
    • DirectAdmin Reseller
    • Tomcat JSP Cloud Reseller
  • VM Server Hosting
    • VestaCP KVM Slice(Smart VM)
    • ZPanel Reseller(Smart VM)
    • Kloxo-MR Reseller(Smart VM)
    • Self Managed VPS(VPS)
    • Fully Managed Series(VPS)
    • Storage VPS Series(VPS)
    • Bare Metal Servers(Dedicated)

এগুলো ছাড়াও তাদের রয়েছে Email Business Hosting, SSL Certificate, Domain Reseller, OpenVPN Server সহ আরো নানান সার্ভিস।

পেমেন্ট ম্যাথডঃ
যদিও তারা বাংলাদেশে কর্পোরেট অফিস দিয়েছে, তবে তাদেরকে আপনি বাংলাদেশি লোকাল কোনো পেমেন্ট ম্যাথড দিয়ে পে করতে পারবেন না।
এটা একটা সমস্যা বাংলাদেশি মানুষদের জন্য। তবে আপনার কাছে যদি পেপাল, ভিসা কার্ড থাকে তাহলে অনায়াসে আপনি পেমেন্ট করতে পারবেন।
তারা পেপাল সহ আরো অন্যান্য মাধ্যমে টাকা গ্রহন করে থাকে।

 CentroHost Domain & Hosting

9. ZhostBD

সকল রেগুলার হোস্টিংর সাথের (.COM) ডোমেইন ফ্রী

ZhostBD গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান!
২০১৫ সালে তাদের যাত্রা শুরু হয় বাংলাদেশে, তারা বেশ কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশে হোস্টিং সেবা দিয়ে যাচ্ছে।
তাদের হোস্টিং গুলো তুলনামূলক ভাবে দামি হয়। তবে যেহেতু ভালো মানের স্পিড পাওয়া যায় তাই টাকা বেশি লাগে।
আপনি যদি প্রোফেশনালি কাজ করতে চান তাহলে তাদের কাছ থেকে নিতে পারেন।
তাদের দুই (২) ক্যাটাগরির হোস্টিং রয়েছে।
যেমনঃ

  • Normal Hosting
  • VPS Server

নর্মাল হোস্টিংএর মধ্যে তারা মূলত তাদের সাধারন সার্ভিস গুলো দিয়ে থাকেঃ
যেমনঃ

  • Normal Hosting –
    • Regular Hosting[Free Domain]
    • Premium Hosting
    • Reseller
    • Master Reseller

Virtual Private Server হিসেবে তাদের দুই টি সার্ভিস রয়েছেঃ

  • VPS Server –
    • VPS Hosting
    • Managed VPS Hosting

অতিরিক্ত সার্ভিস হিসেবে তারা ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিয়ে থাকেন।
তবে অন্যান্য হোস্টিং সার্ভিস প্রোভাইডাদের থেকে তাদের কাছে ডোমেইনের প্রাইজ টা একটু বেশি। কিন্তু আপনি যদি রেগুলার হোস্তিং কিনেন তাহলে ফ্রী ডোমেইন পেয়ে যাবেন।

পেমেন্ট ম্যাথডঃ
বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড।

→ ZhostBD Domain & Hosting

10. IThostBD

ITBari নামক একটি প্রতিষ্ঠান তাদের “Money Making Online” এর পাশাপাশি “ITHostBD” নামক ডোমেইন হোস্টিং প্রোভাইড করে থাকে।
তবে বাকি সকল সার্ভিস প্রোভাইডারদের মত তারা নয়। তারা মূলত আপনার কাছ থেকে আগে টাকা নিবে এবং তারা ইন্টারন্যাশনাল কোম্পানি Namecheap থেকে ডোমেইন হোস্টিং কিনে আপনাকে দিবে।
এর মানে দাড়াচ্ছে, আপনি তাদের কে “টাকা” দিলেন, তারা সেই টাকা টা কে ডলারে নিয়ে আপনাকে Namecheap এর মত ইন্টারন্যাশনাল কোম্পানির ডোমেইন হোস্টিং দিয়ে দিলো।
আপনারা সকলই জানেন যে নেইমচিপ কত বড় একটি কোম্পানি।
ফলে তাদের সার্ভিসে আপনি সুন্তুষ্ট হবে সেটা আশা করাই যায়। তাদের ওয়েবসাইট “ITHostBD” তে গিয়ে তাদের সকল সার্ভিস সম্পর্কে ধারনা নিয়ে অর্ডার করতে পারেন।

পেমেন্ট ম্যাথডঃ
তাদের কে আপনি বাংলাদেশি যেকোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তারা সকল মাধ্যমেই টাকা গ্রহন করে থাকে।

→ ITHostBD Domain & Hosting

শেষ কিছু কথাঃ

এখানে আমি শুধু মাত্র আমার মতামত দিয়েছি, আপনি যেহেতু নিজের টাকা খরচ করে নিজের জন্য বা ক্লাইন্টের জন্য ডোমেইন হোস্টিং কিনবেন, তাই আপনার উচিত ভেবে চিনতে ক্রয় করা।
আমি আপনাকে এসবের কোনো নিশ্চিয়তা দিতে পারছি না। কারন এইসব আমি নিয়ন্ত্রন করে থাকি না। হ্যাঁ, আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে, তারা ভালো কোম্পানি বাংলাদেশের মধ্যে।
হোস্টিং বা ডোমেইন নিয়ে কোনো সমস্যা দেখা দিলে আপনি সরাসরি তাদের হেল্প লাইনে যোগাযোগ করবেন। তারাই আপনাকে সাহায্য করবে।
এখানে উল্লেখিত বেশ কিছু ওয়েবসাইটে আমি আমার এসোসিয়েট লিঙ্ক দিয়েছি, ফলে আপনি যখন কোনো হোস্টিং ক্রয় করবেন। আমি সেখান থেকে অল্প কিছু কমিশন পাবো।
আমার কমিশন আপনার কোনো অতিরিক্ত চার্জ করবে না। শুধু মাত্র আমার রেফার করা লিংক থেকে কিনার কারনে আমি কোম্পানি থেকে অল্প কমিশন নিতে পারবো।

You May Also Like

About the Author: infotalkbdcom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *