
আপনারা হয়ত ইউপে’র (Upay) নাম শুনেছেন, অনেকে ব্যবহারও করেছেন।
এমনকি আমি আমার একটি ব্লগে বলেছিলাম ১০ টি মোবাইল ব্যাংকিং সেবার কথা।
আশা করছি সেটি পড়ে থাকলে আপনি জেনেছেন ইউপে নিয়ে। কিন্তু এখন (Upay) তাদের সেবা বন্ধ করে দিয়েছে।
আশ্চর্য হবার কিছু নেয়, তারা তাদের সেবা “ইউপে” থেকে “Upay Mobile Banking” নাম করণ করেছে।
যদিও আগের “ইউপে’ এবং বর্তমানের “উপায়” এদের ইংরেজি নাম একই রয়েছে [Upay]।
তাদের পূর্বের সার্ভিস থেকে বর্তমানের “উপায়” অ্যাপে রয়েছে সকল ধরনের মোবাইল ব্যাংকিং সুবিধা।
বিকাশ, রকেট, নগদের মতই আপনি এখন “উপায়” অ্যাপ ব্যবহার করে,
ক্যাশ ইন; ক্যাশ আউট; বিল পে; মোবাইল রিচার্জ; ট্রাফিক্স ফাইন ইত্যাদি দিতে পারবেন। ভবিষ্যতে আরো সার্ভিস যোগ করা হবে।
এখন চলুন দেখে নিই কিভাবে রেজিস্ট্রেশান করবেন “উপায়” অ্যাপে।
শুধু মাত্র এনআইডি কার্ড দিয়েই আপনি রেজিস্ট্রেশান করতে পারবেন।
UPay Mobile Banking NID Verification:
উপরের লিংক থেকে “উপায়” অ্যাপটি ডাউনলোড করুন। এবং “Registration” এ ক্লিক করুন।
আপনার ফোন নাম্বারটি দিয়ে সেটির অপারেটর নির্বাচন করুন।
“Verify Number” এ ক্লিক করুন এবং অপেক্ষা করুন ওটিপি আসার জন্য।
কিছুক্ষনের মধ্যেই ওটিপি এসে ভেরিফাই হয়ে যাবে আপনার ফোন নাম্বারটি।
এবার ক্যামেরা সেকশনে নিয়ে যাওয়া হবে;
প্রথমেই বলা হবে আপনার এনআইডি কার্ডের সামনের অংশের ছবি তুলার জন্য এবং পিছন অংশের ছবি তুলার জন্য।
ছবি তুলার পরে আপনাকে বলা হবে সেলফি তুলার জন্য। (চোখের পলক ফেলতে থাকুন, আপনা আপনি ছবি উঠে যাবে)
সেলফি তুলা শেষ হলে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে এনআইডি ভেরিফাই হওয়ার জন্য।
ভেরিফাই হয়ে গেলে পরিবর্তি কিছু সাধারন তথ্য দেওয়ার জন্য বলা হবে।
Upay Mobile Banking NID Verification and Confirmation
আপনার পেশা, জেন্ডার, ইমেইল ইত্যাদি চাওয়া হবে। সেগুলো সঠিক ভাবে নির্বাচন করুন।
আপনার স্থায়ী ঠিকানা স্বয়ংকৃয়ভাবে দেওয়া থাকবে। (এনআইডি স্ক্যানিং করার জন্য ইনপুট হয়েছে)
আপনাকে বর্তমান অ্যাড্রেস বসাতে হবে। সেটি আপনি লিখবেন “Present Address” এর খালি ঘরে।
এবার পরবর্তি ধাপে আপনাকে পিন সেট করার জন্য বলা হবে;
পিন নাম্বার যেভাবে সেট করবেনঃ
- যা দিয়ে পিন সেট করতে পারবেন না-
- শূন্য (০) দিয়ে শুরু করতে পারবেন না।
- কোনো ধারাবাহিক নাম্বার পিন হিসেবে ব্যবহার করেত পারবেন না। যেমন; ১১১১, ২২২২, ৪৫৬৭ ইত্যাদি।
- যা দিয়ে পিন সেট করতে হবে-
- ৪ সংখ্যার পিন সেট করতে হবে।
- ৮৫৬৯, ৬৮৫৭, ৫৮৯৫ ইত্যাদি দিয়ে পিন সেট করতে হবে।
পিন সেট করা হয়ে গেলে আপনি এবার লগিন করতে পারবেন “উপায়” অ্যাপে।
উপায় অ্যাপে যেসব সার্ভিস রয়েছেঃ
- ক্যাশ ইন তথা অ্যাড মানি;
- ক্যাশ আউট;
- সেন্ড মানি;
- বিল পে;
- মোবাইল রিচার্জ;
- ফুড অর্ডার;
ইত্যাদি আরো নানান সার্ভিস চালু হবে খুব শীগ্রই।
Upay Mobile Banking FAQ
ইউপে কেন বন্ধ করে দেওয়া হলো?
ইউপে বন্ধ করে দেওয়া হয়ে শুধু মাত্র তাদের সার্ভিসের পরিধি আরো বৃদ্ধী করার জন্য। কেননা ইউপে তে যা সার্ভিস ছিলো সেটা ততটা যুগ উপযুগি ছিলো না।
ফলে তারা এখন নতুন দিগন্ত নিয়ে এসেছে “উপায়”।
আমার পূর্বের ইউপে অ্যাকাউন্ট দিয়ে কি “Upay Mobile Banking” অ্যাপে লগিন করতে পারবো?
না! আপনার পূর্বের ইউপে অ্যাকাউন্ট বাহিল হয়ে গিয়েছে। আপনি চাইলে “উপায়” অ্যাপে নতুন করে রেজিস্ট্রেশান করার পরেই সেটি ব্যবহার করতে পারবেন।
ভেরিফিক্যাশন ফেইল্ড দেখাচ্ছে, কি করবো?
আপনি পর্যাপ্ত আলোতে নিজের সেলফি তুলুন। এনআইডি কার্ডের স্পষ্ট ছবি তুলুন।
কোথা থেকে অ্যাড মানি করবো?
UCB ব্যাংক থেকে আপনি ক্যাশ ইন করতে পারবেন বা আপনার UCB ব্যাংক অ্যাকাউন্ট থেকেও অ্যাড মানি করতে পারবেন।
আশা করছি আজকের আলোচনা থেকে কোনো কিছু বুঝতে পেরেছেন “উপায়” অ্যাপ নিয়ে।
যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্টে লিখে ফেলুন।
আর যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের সাথে।
ধন্যবাদ।