স্পীড হবে রকেটের মত মাত্র একটি প্লাগিন দিয়ে [Speed Optimization By Nitropack]

wordpress speed optimization nitropack

ওয়েবসাইট তৈরি করার পরে সব থেকে বড় চিন্তা যা থাকে, তা হলো “স্পীড“।
Speed Optimization By Nitropack মাত্র ২ মিনিটেই।
আপনার ওয়েবসাইটে যদি মানসম্মত কন্টেন্ট থাকে, কিন্তু আপনার ওয়েবসাইটের স্পীড ভালো না থাকে তাহলে আপনি আশানুরূপ ট্রাফিক পাবেন না।
ট্রাফিক পেলেও তারা ওয়েবসাইট লোডিং টাইম বেশি হওয়ার কারনে চলে যাবে ওয়েবসাইট থেকে।
ফলে আপনার ওয়েবসাইটে মানসম্মত কন্টেন্ট হওয়া যেমন জরুরি। ঠিক তেমনি স্পীড ভালো হওয়াও জরুরি।
স্পীড শুধু মাত্র হোস্টিং এর উপর নির্ভর করে না। ভালো ভাবে অপটিমাইজ করার উপরও নির্ভর করে থাকে।
বাংলাদেশ থেকে ভালো মানের হোস্টিং কিনতে এই ব্লগটি পড়ে ফেলুন।

ইন্টারন্যাশনাল হোস্টিং গুলোর তালিকা দেখে নিনঃ 
১. নেইমচিপ
২. ব্লো হোস্ট 
৩. হোস্ট গেটর 

NitroPack কি?

WP Rocket এর মতই একটি পাওয়ারফুল প্লাগিন হচ্ছে NitroPack। এটি ওয়ার্ডপ্রেস সহ অন্যান্য ফ্লাটফর্মে ব্যবহার করা যায়।
এটি মূল উদ্দেশ্য হচ্ছে গুগল সাইট স্পীড টেস্ট টুলে সব থেকে ভালো স্পীড নিয়ে আসা।
এই প্লাগিনটী ব্যবহারের ফলে তৎক্ষণাৎ ওয়েবসাইটের স্পীড ৯৯+ হয়ে যায়।
কথায় বিশ্বাস না হওয়ার-ই বিষয়। ব্যবহারের পরেই দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের স্পীদ কোথায় গিয়ে দাঁড়াবে।

প্রোপার অপ্টিমাইজেশনের জন্য ওয়ার্ডপ্রেসে নানা প্লাগিন রয়েছে। তবে আজকের আলোচনা হবে শুধু মাত্র একটি প্লাগিন নিয়ে।
আর সেটি হলোঃ NitroPack
অনেকেই হয়ত নাম শুনেছেন আবার শুনেন নি। তবে সবার জন্য আজকে আলোচনা করতে যাচ্ছি কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পীত ১০০/১০০ করা যায়।

ওয়েবসাইটে প্রবেশ করার পরে “Pricing” পেজ থেকে আপনি ফ্রী ভার্সনটি “Start for Free” সিলেক্ট করবেন।
পরবর্তিতে আপনার ওয়েবসাইট নাম, ওয়েবসাইট লিংক, উদ্দেশ্য, একটি মেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিবেন।
অ্যাকাউন্ট তৈরি করা তেমন কঠিন কিছু নয়। তাই আশা করছি করতে পারবেন।
অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে অর্ডার প্লেস করতে বলবে। আপনি অর্ডার প্লেস করে দিবেন।
অর্ডার প্লেস করার পরে আপনার NitroPack.oi তে কাজ শেষ।

Speed Optimization By Nitropack:

NitroPack এ অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসিাইটে NitroPack Plugin টি ইন্সটল করে আঅ্যাক্টিভ করে ফেলুন।
ওয়ার্ডপ্রেসের প্লাগিন অপশন থেকে “NitroPack” লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। আপনি যেভাবে ইন্সটল করতে চান যেভাবেই করতে পারবেন।
সেটিংস অপশন থেকে NitroPack সিলেক্ট করুন এবং Connect to NitroPack এ ক্লিক করুন।
মনে রাখবেন আপনার ব্রাউজারে যেনো NitroPack.io অ্যাকাউন্ট লগিন অবস্থায় থাকে। তাহলে সেটা অটোমেটিক Connect হয়ে যাবে।

NitroPack প্লাগিনটি ইন্সটল, অ্যাক্টিভ এবং কানেক্ট করার পরে তেমন কিছুই করার প্রয়োজন নেই।
কারন আপনি ইতিমধ্যে আপনার সাইটের সাথে NitroPack কানেক্ট করে ফেলেছেন বাকি কাজ প্লাগিন নিজেই করে ফেলবে।
তবে আর একটি কাজ আপনি করে দিতে পারেন;
Cache Warmup অপশনটি অন করে দিবেন তাহলেই হবে। আর বাকি কাজ প্লাগিন স্বয়ংকৃয়ভাবেই করে ফেলবে।

NitroPack Plugin Confliction

আপনার ওয়েবসাইটে যদি ইতিমধ্যে কোনো Caching Plugin অথবা Image Optimization এর জন্য কোনো প্লাগিন থেকে থাকে।
তাহলে সেটি আনইন্সটল করে ফেলুন। কারন NitroPack এ এসব প্লাগিনের কাজ বিল্টইন ভাবে রয়েছে।
তাই WP Cache, WP super cache, Smush, ShortPixel এর মত প্লাগিন গুলো আপনার ওয়েবসাইট রাখার দরকার নেই।

এসব প্লাগিন ছারাই আপনি আপনার ওয়েবসাইট স্পীড পাবেন রকেট গতির মত।

nitropack site speed

NitroPack Plugin কি আপনার জন্য?

যারা শুরু করতে চাচ্ছেন এবং যাদের বাজেট নেই একটি প্রিমিয়াম প্লাগিন নিয়ে ওয়েবসাইট স্পীড অপ্টিমাইজ করার।
টাদের জন্য NitroPack Plugin এর ফ্রি ভার্সনটি অনেক উপকারি হবে।
কারন এখানে প্রতি মাসে ৫০০০ পেইজ ভিউ রয়েছে। যা “শুরু” করার জন্য যতেষ্ট বলে আমি মনে করি।
তবে আপনি যদি চান প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন। তাহলে আপনি একটা প্যাকেজ কিনতে পারেন।

→ NitroPack Pricing

কিছু সমস্যাঃ

যাদের হোস্টিং ক্লাউডফ্লেয়ার এর সাথে সংযুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে অপ্টিমাইজেশনে সমস্যা হতে পারে।
তারা ক্লাউডফ্লেয়ারে লগিন করে ড্যাশবোর্ড থেকে “Speed” ট্যাব থেকে “Rocket Loader” বন্ধ করে দিবেন।
তাহলেই আর সমস্যা হবে না।

সাধারন জিজ্ঞাসাঃ

আরো যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন। আশা করছি রিপ্লাই করে আপনাকে হেল্প করতে পারবো।
যদি আপনার ওয়েবসাইটের স্পীড নিয়ে কোনো সমস্যায় থাকেন তাহলে আমায় সরাসরি নক দিতে পারেন ফেইসবুকে
অল্প খরচে আপনার ওয়েবসাইটের স্পীড অপ্টিমাইজ সহ সম্পূর্ন ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো।
ধন্যবাদ।

You May Also Like

About the Author: infotalkbdcom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *